আলমডাঙ্গায় উপজেলা ও পৌর যুবদলের উদ্যোগে মহান বিজয় দিবস পালনর প্রস্তুতি সভা
প্রতিনিধি :
শরিফুল ইসলাম রোকন
আপডেট :
ডিসেম্বর ১৪, ২০২১
117
বার খবরটি পড়া হয়েছে
শেয়ার :
| ছবি :
আলমডাঙ্গায় উপজেলা ও পৌর যুবদলের উদ্যোগে ১৬ ডিসেম্বর মহান বিজয় দিবস পালন উপলক্ষে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। ১৩ ডিসেম্বর বিকালে হাজী মোড়স্ত শহিদুল কাওনাইন টিলুর চাতালে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়।
প্রস্তুতি সভায় উপস্থিত ছিলেন উপজেলা যুবদল নেতা মাগরিবুর রহমান, পৌর যুবদলের আহব্বায়ক নাজিম উদ্দিন মোল্লা, যুগ্ম আহব্বায়ক আব্দুল্লাহ আল মামুন, উপজেলা ও পৌর যুবদল নেতা আব্দুল কাদের, মুঞ্জু, বিল্লাল মাস্টার, ফার”কুজ্জামান, ওয়াহেদ, পান্না মিয়া, মিলন, লিলি, সাজেদুল, নজর”ল, চিনি রদ্দিন, সেলিম, ডা. লিপন, ফার”ক, রাসেল, রাশেদ, আতিয়ার, উজ্জল, আনিস, আমির”ল, সবুজ, সিরাজুল ইসলাম, মহবুল, বিল্লাল, সাগর, আশিক, জাহিদ, র”মন, সুষম, সবুজ, আবির, সাজু, তাহের, বাকিবিল্লাহ, নাসির প্রমুখ।