১১ই ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ, ২৮শে মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ

ঝিনাইদহের সাগান্না ইউনিয়নে নৌকা প্রার্থীর সমর্থকদের হামলায় স্বতন্ত্র প্রার্থীর সমর্থকরা হাসপাতালে

প্রতিনিধি :
শরিফুল ইসলাম রোকন
আপডেট :
ডিসেম্বর ১১, ২০২১
149
বার খবরটি পড়া হয়েছে
শেয়ার :
| ছবি : 


স্টাফ রিপোর্টার, ঝিনাইদহ- ঝিনাইদহ সদর উপজেলার সাগান্না ইউনিয়নের বাথপুকুরিয়া গ্রামে শুক্রবার স্বতন্ত্র প্রার্থী আলাউদ্দীন আল মামুনের সমর্থকদের উপর হামলা হয়েছে। এতে কমপক্ষে ৪/৫ জন আহত হন। স্বতন্ত্র প্রার্থীর মটরসাইকেল প্রতিক টাঙ্গানোর অপরাধে তাদের উপর হামলা চালানো হয় বলে অভিযোগ। আহতদের মধ্যে বাথপুকুরিয়া গ্রামের মৃত মনিরুদ্দীন মন্ডলের শফি উদ্দীন ও ইশারত মন্ডলের ছেলেকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

বাকীরা ডাকবাংলার একটি ক্লিনিকে প্রাথমিক চিকিৎসা নিয়েছেন। তবে হামলার অভিযোগ অস্বীকার করেছেন নৌকার প্রার্থী মোজাম্মেল। ঝিনাইদহ সদর হাসপাতালে ভর্তি আহত শফি জানান, শুক্রবার সন্ধ্যার দিকে বাথপুকুরিয়া গ্রামের একটি মোড়ে বসে ছিলেন। এ সময় নৌকার প্রার্থী মোজাম্মেলের ছেলে বাথপুকুরিয়া গ্রামে সাইফুল ও আশরাফুল এবং মানব পাচারকারী শাহ জামালের ছেলে কামাল লোহার রড ও হকিস্টিক নিয়ে তাদের উপর হামলা চালায়। এ সময় গ্রামে আতংক ছড়িয়ে পড়ে।

স্বতন্ত্র প্রার্থী আলাউদ্দীন আল মামুন অভিযোগ করেন, নৌকার প্রার্থীর সমর্থকরা সন্ত্রাসী কায়দায় চলাফেরা করছে। এর আগে বৈডাঙ্গা বাজারে তার উপর হামলা করা হয়। গ্রামে গ্রামে তার লোকজনকে হুকমী দেওয়া হচ্ছে। প্রচার কাজে বাধা সৃষ্টি করছে। তিনি এ সব অভিযোগ পুলিশকে জানিয়েছেন। তিনি বলেন নিরাপত্তার স্বার্থে মামলা করতেও ভয় পাচ্ছেন। উল্লেখ্য ২০১১ সালে বিএনপির চেয়ারম্যান প্রার্থী শাহাজান সিরাজকেও হত্যা করা হয়েছিল। নৌকার প্রার্থী মোজাম্মেল হক জানান, তার কোন লোক এই হামলার সঙ্গে জড়িত নয়।

সর্বশেষ খবর
menu-circlecross-circle linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram