গাংনীতে ফেন্সিডিল সহ একজন আটক
প্রতিনিধি :
শরিফুল ইসলাম রোকন
আপডেট :
ডিসেম্বর ৮, ২০২১
190
বার খবরটি পড়া হয়েছে
শেয়ার :

| ছবি :
গাংনী প্রতিনিধিঃ মেহেরপুরের গাংনীতে ডিবি পুলিশের মাদকবিরোধী অভিযানে ৫১ বোতল ফেন্সিডিলসহ রায়হান(২৪) নামের এক মাদক ব্যবসায়ীকে আটক করা হয়েছে। বুধবার বিকেলের দিকে উপজেলার ভবানীপুর গ্রাম থেকে তাকে আটক করা হয়।
আটক রায়হান ভবানীপুর পশ্চিম পাড়া গ্রামের আলী হোসেনের ছেলে। জানা গেছে গোপন সূত্রে খবর পেয়ে মেহেরপুর ডিবি’র ওসি জুলফিকার আলীর নেতৃত্বে সংগীয় আইটি বিশেষজ্ঞ এসআই সুলতান মাহমুদ, হাবিবুর রহমান,এএসআই আহসান হাবীব, হেলাল উদ্দিনসহ সঙ্গীয় ফোর্স ভবানীপুর গ্রামে অভিযান চালান।
এ সময় রায়হানকে গ্রেপ্তার করার পর তার কাছ থেকে ৫১ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়। এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণে গাংনী থানায় একটি মামলা রুজু প্রক্রিয়াধীন।