আলমডাঙ্গায় ৬ বোতল রেকটিফায়েড স্পিরিটসহ ২জনক আটক

আলমডাঙ্গা থানা পুলিশ মাদক বিরোধী অভিযান চালিয়ে ৬ বোতল রেকটিফায়েড স্পিরিটসহ ২জনকে আটক করেছে। ৭ ডিসেম্বর সন্ধ্যার পর বেলগাছি ইউনিয়নের ফরিদপুর গ্রামের ইটভাটার নিকট থেকে তাদের দুজনকে আটক করে।
জানাগেছে, উপজেলার ফরিদপুর গ্রামের মৃত নাজিম উদ্দিনের ছেলে বশির আহম্মেদ(৪০) ও কালিদাসপুর ইউনিয়েেনর পাইকপাড়া গ্রামের মৃত মসলেম আলীর ছেলে আহম্মদ আলী(৪৫)কে ৬ বোতল রেকটিফায়েড স্পিরিটসহ আটক করে। এলাকাসুত্রে জানাযায়, বমির আহম্মেদ ও আহম্মদ আলী আলমডাঙ্গা শহরের হোমিও প্যাথিক ওষুধের দোকান থেকে রেকটিফায়েড স্পিরিট কিনে গ্রাম এলাকায় খুচরা বিক্রয় করে।
৭ ডিসেম্বর সন্ধ্যার পর আলমডাঙ্গা থানার এসআই মিঠুন খান ও এএসআই মেহেদি গোপন সংবাদের ভিত্তিতে ফরিদপুর ইটভাটার নিকট থেকে রেকটিফায়েড স্পিরিট বিক্রয় কালে তাদেরকে আটক করে। এবিষয়ে তাদের বিরুদ্ধে আলমডাঙ্গা থানায় মাদক দ্রব্য আইনে মামলা দায়ের করা হয়েছে।