মেহেরপুরে স্থানীয় সরকারের এমজিএসপি প্রকল্প প্রণয়ন বিষয়ক কর্মশালা
মেহেরপুর প্রতিনিধি। মেহেরপুর পৌরসভায় স্থানীয় সরকার বিভাগের আওতাধীন এমজিএসপি প্রকল্প প্রণয়নে আগামী ১০ বছরের পৌরসভার অবকাঠামোগত উন্নয়ন, পরিবেশগত উন্নয়ন, আর্থসামাজিক উন্নয়ন ও প্রাতিষ্ঠানিক উন্নয়নসহ বিভিন্ন উন্নয়ন পরিকল্পনার বিষয়ে বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার দুপুরে পৌর কালাচাঁদ মেমোরিয়াল হলে প্রকল্প প্রণয়ন বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন জেলা যুবলীগের আহ্বায়ক ও পৌর মেয়র মাহফুজুর রহমান রিটন।
অনুষ্ঠিত সভায় উপস্থিত ছিলেন প্রকল্পের টিম লিডার মো. আওলাদ হোসেন, প্রকৌশলী মুরাদ হোসেন খান, জুনিয়ার সিভিল ইঞ্জিনিয়ার আহমেদ আবু জায়েদ অমি, মেহেরপুর পৌরসভার নির্বাহী প্রকৌশলী মজিবুর রহমান, সহকারী প্রকৌশলী আবু হেনা মোস্তফা কামাল, প্যানেল মেয়র শাহীনুর রহমান রিটন, মেহেরপুর জেলা প্রেস ক্লাবের সভাপতি তোজাম্মেল আযম প্রমুখ।