সড়ক দুর্ঘটনায় কালীগঞ্জের গার্মেন্টস ব্যবসায়ী চট্রগ্রামে নিহত
প্রতিনিধি :
শরিফুল ইসলাম রোকন
আপডেট :
ডিসেম্বর ৭, ২০২১
129
বার খবরটি পড়া হয়েছে
শেয়ার :
| ছবি :
স্টাফ রিপোর্টার, ঝিনাইদহ- ঝিনাইদহ কালীগঞ্জ শহরের আড়পাড়া গ্রামের শাহ আলমের ছেলে শামীম হোসেনের (২৮) সড়ক দূর্ঘটনায় মৃত্যু হয়েছে। রোববার সন্ধা ছয় টার দিকে দুর্ঘটনাটি ঘটে।
নিহত শামীম মোটর সাইকেল চালিয়ে চট্রগ্রামে বন্ধুর বাড়ির উদ্দেশ্যে যাওয়ার সময় বিপরীত দিক থেকে দ্রæতগতির একটি ট্রাকের সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। ঘটনাস্থলেই নিহত হয় শামীম এবং তার মোটর সাইকেলের পেছনে বসা বন্ধুর শ্যালক মারাত্মক ভাবে আহত হন। মৃত্যুকালে শামীম স্ত্রী ও ১৪ মাস বয়সী এক কন্যা সন্তান রেখে গেছেন।
শামীম পেশায় একজন গার্মেন্টস ব্যাবসায়ী ছিলেন। রহমানিয়া মার্কেটের দোতালায় তার দোকান ছিল। নিহত শামীমের মেজো ভাই কামরুল হাসান জানান, অল্প কিছু দিন হলো আমাদের মা মারা গেছেন। সেই শোক কাটতে না কাটতেই আমার ছোটো ভাইয়ের এই অকাল মৃত্যু হল।