আলমডাঙ্গা উপজেলায় বিদ্যমান স্বাস্থ্যসেবার মান উন্নয়নে গণশুনানী অনুষ্ঠিত
কোভিড-১৯“র বিরুদ্ধে সুরক্ষা জনচাহিদাভিত্তিক স্বাস্থ্যসেবা ব্যবস্থা শক্তিশালীকরণ প্রকল্প আলমডাঙ্গা উপজেলায় বিদ্যমান স্বাস্থ্যসেবার মান উন্নয়নে গণশুনানী অনুষ্ঠিত হয়েছে। ৬ ডিসেম্বর দুপুরে আলমডাঙ্গা মুক্তিযোদ্ধা কমপ্লেক্স হলরুমে লোকমর্চা ওয়েভ ফাউন্ডেশনের আয়োজনে স্বাস্থ্যসেবার মান উন্নয়নে গণশুনানী অনুষ্ঠিত হয়।
আলোচনা সভায় উপজেলা লোকমর্চার সভাপতি বীর মুক্তিযোদ্ধা এম সবেদ আলীর সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার রনি আলম নূর। প্রধান আলোচনা হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. হাদী জিয়া উদ্দিন আহমেদ সাঈদ। বিশেষ অতিথি ছিলেন জীবননগর লোজর্মচার সভাপতি আবুল কালাম আজাদ, সাধারন সম্পাদক আবু মো: আব্দুল লতিফ অমল, ওয়েভ ফাউন্ডেশনের পি.ও কানিজ সুলতানা, চুয়াডাঙ্গার নির্বাহী সদস্য উম্মে হাবিবা, আলমডাঙ্গা লোকমর্চার সহসভাপতি মোল্লা গোলাম সরোয়ার, শেখ শফিউজ্জামান। স্বাগত বক্তব্য রাখেন আলমডাঙ্গা লোকমর্চার সাধারন সম্পাদক শাহ আলম মন্টু।
ওয়েভ ফাউন্ডেশনের সমন্বয়কারী কামরুজ্জামান যুদ্ধর উপস্থাপনায় উপস্থিত ছিলেন সাংগঠনিক সম্পাদক আমিরুল ইসলাম জয়, দপ্তর সম্পাদক শাহিদা ইসলাম, সদস্য শরিফুল ইসলাম রোকন, মনিরা খাতুন, জুই, স্বর্ণা রানী বেদ,শাহাজান, রুপা, শাহানাজ, চন্দ্রা, রিক্তা, জান্নাতুল ফেরদৌস, নার্গিস আক্তার, আব্দুল সালাম, কালেদা আক্তার, তানিয়া খাতুন, রুপা খাতুন, কুমারী চন্দ্রা রানী, শিলা রানী, জয়া রানী, অর্পিতা রানী পাল, অপূর্ব বেদ, বিশ^নাথ, আফরিন আক্তার, বিধান কুমার বেদ, মীর ফয়সাল ফাহিম, শেখ শাহরিয়ার রজিম, তৌফিক আমান, নিয়াজদুজ্জামান তন্ময় কুমার পাল।