ডাউকীর বিজয়ী প্রার্থী পক্ষের হামলায় স্বতন্ত্র প্রার্থী নাজমুলকে মারাত্মক জখম করার মামলার ২ আসামি গ্রেফতার
আলমডাঙ্গার ডাউকী ইউনিয়নে বিজয়ী চেয়ারম্যান প্রার্থী তরিকুল ইসলাম পক্ষের হামলায় স্বতন্ত্র প্রার্থী নাজমুলকে মারাত্মক জখম করার মামলার ২ আসামিকে গ্রেফতার করেছে পুলিশ। গত শনিবার রাতে অভিযান চালিয়ে পুলিশ তাদেরকে গ্রেফতার করে।
গ্রেফতারকৃতরা হলেন - মাধবপুর গ্রামের খলিলুর রহমানের ছেলে আব্দুল খালেক(৩৮) ও বকসিপুর গ্রামের ইনাজ মালিথার ছেলে হাশেম মালিথা (৫৫)। গ্রেফতারকৃত ২ জনই এজাহার নামীয় আাসামী।
প্রসঙ্গত, গত বুধবার সন্ধ্যায় ডাউকী ইউনিয়নের পরাজিত স্বতন্ত্র প্রার্থী উপজেলা স্বেচ্ছাসেবকলীগের যুগ্ন আহ্বায়ক নাজমুল হুসাইন আলমডাঙ্গা শহর থেকে বাড়ি ফিরছিলেন। তিনি সন্ধ্যা ৬টার দিকে নিজ গ্রামের স্কুল মাঠের সামনে পৌঁছলে বিজয়ী চেয়ারম্যান তরিকুল ইসলামসহ কতিপয় কর্মী-সমর্থক তাকে লাঠি দিয়ে বেদম পেটায়। মাথায় কোপ মারে। তারা জি আই পাইপ ও হাতুড়ি দিয়ে পিটিয়ে মারাত্মক রক্তাক্ত জখম করে। এ সময় নাজমুল হুসাইনের জারা ১১০ সিসি মোটরসাইকেল ভাংচুর করা হয়।
এ ঘটনায় নাজমুল হুসাইনের ভাই সাইফুল ইসলাম বাদী হয়ে ১৬ জনকে আসামি করে গত ২ ডিসেম্বর থানায় এজাহার করেছেন।