আলমডাঙ্গা উপজেলা সেচ্ছাসেবকলীগের যুগ্ম আহব্বায়ক ডাউকি ইউনিয়নের স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী নাজমুল হোসাইনের সুস্থতা কামনায় দোয়া

আলমডাঙ্গা উপজেলা সেচ্ছাসেবকলীগের যুগ্ম আহব্বায়ক ডাউকি ইউনিয়নের স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী নাজমুল হোসাইনের দ্রæত সুস্থতা কামনা করে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। ৫ ডিসেম্বর আলমডাঙ্গা উপজেলা ও পৌর সেচ্ছাসেবক লীগের উদ্যোগে থানাপাড়া কমিউনিটি সেন্টারে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। নাজমুল হোসাইন বর্তমানে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের নিউরো সাইন্স বিভাগে চিকিৎসাধীন আছে।
দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন উপজেলা সেচ্ছাসেবকলীগের আহব্বায়ক সাবেক কাউন্সিলর শরিফুল ইসলাম রিফাত, যুগ্ম আহব্বায়ক তরিকুল ইসলাম টুকুল, জুয়েল রানা, পৌর সেচ্ছাসেবক লীগের আহব্বায়ক আলম হোসেন, যুগ্ম আহব্বায়ক ইমরান হোসেন, হারদী ইউনিয়ন সেচ্ছাসেবক লীগের সাধারন সম্পাদক রাজু, আইলহাস ইউনিয়ন সেচ্ছাসেবক লীগের সভাপতি লিটন মোল্লা, সাংগঠনিক সম্পাদক রাসেল, ডাউকি ইউনিয়ন সেচ্ছাসেবকলীগের নেতা রোমিও, রকি, পৌর সেচ্ছাসেবকলীগ নেতা, স্বাধীন, লাল্টু, সাগর, মুন্না, মেহেদি, তারিক, সাইফুল, উপজেলা ছাত্রলীগ নেতা সাগর প্রমুখ।
প্রসঙ্গত, গত বুধবার সন্ধ্যায় ডাউকী ইউনিয়নের পরাজিত স্বতন্ত্র প্রার্থী উপজেলা স্বেচ্ছাসেবকলীগের যুগ্ন আহ্বায়ক নাজমুল হুসাইন নিজ গ্রামের স্কুল মাঠে বসে ছিলেন। সে সময় বিজয়ী চেয়ারম্যান তরিকুল ইসলামের কতিপয় কর্মী-সমর্থক তাকে লাঠি ও জেআই পাইপ দিয়ে বেদম পেটায়। এক স্কুল ছাত্রীকে উত্ত্যক্তের ঘটনায় স্কুলছাত্রির ভাই উত্ত্যক্তকারীকে কিল ঘুষি মারেন। ওই ঘটনা পরে নির্বাচোত্তর শিংসতায় রূপ নেয়। নির্মমভাবে পেটানো হয় নির্দোষ নাজমুল হুসাইনকে।
সংবাদ পেয়ে আলমডাঙ্গা থানা পুলিশ তাকে উদ্ধার করে হারদী স্বাস্থ্যকেন্দ্রে ভর্তি করে। অবস্থার অবনতি হলে রাতেই কুষ্টিয়া জেনারেল হাওপাতালে রেফার্ড করা হয়। সেখানে চিকিৎসায়ও তার শারীরিক অবস্থার আরও অবনতি হলে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করা হয়েছে। সেখানেই বর্তমানে চিকিৎসাধান রয়েছে। এখনও তার অবস্থার তেমন উন্নতি হয়নি।