প্রাঞ্জনার দ্বিতীয় শুভজন্মদিন
প্রতিনিধি :
শরিফুল ইসলাম রোকন
আপডেট :
ডিসেম্বর ৬, ২০২১
152
বার খবরটি পড়া হয়েছে
শেয়ার :

| ছবি :
কোন এক শিশির সিক্ত শীতের এই দিনে পৃথিবীতে এসে পৃথিবীটাকে করেছো আলোকউজ্জল, আর তোমাকে পেয়ে আমরা হয়েছি ধন্য।
৬ ডিসেম্বর দিনটা হাজার বছর ধরে ফিরে আসুক তোমার জীবনে। অনাবিল হাসি আনন্দে ভরে উঠুক তোমার আজ এবং আগামী, তোমার আগামীর চলার পথে বিছানো থাক লক্ষ কোটি ফুলের পাঁপড়ী।
এই শুভ কামনায় আব্বুজী সোহেল (প্রার্থনা গিফট সেন্টার এবং এস এইচ কালেকশন ), আম্মুজী লাবনী, আপু প্রার্থনা, দাদুভাই মুহম্মদ খালেকুজ্জামান, দাদী, নানুভাই, নানী মাস্টার দাদী।