আলমডাঙ্গায় মহান বিজয় দিবস এবং সুবর্ন জয়ন্তি পালন করার লক্ষে প্রস্তুতি সভা
আলমডাঙ্গায় উপজেলা আওয়ামীলীগের উদ্যোগে ২০ ডিসেম্বর উপজেলা আওয়ামীলীগের সম্মেলন ২০২১ উপলক্ষে ও মহান বিজয় দিবস এবং সুবর্ন জয়ন্তি পালন করার লক্ষে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। ৪ ডিসেম্বর শনিবার সকাল সাড়ে ১০টায় আওয়ামীলীগের দলীয় কার্যালয়ে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়।
সভায় প্রধান অতিথি ছিলেন চুয়াডাঙ্গা ১ আসনের সংসদ সদস্য জেলা আওয়ামীলীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা সোলায়মান হক জোয়ার্দ্দার ছেলুন। এসময় তিনি বলেন- আসন্ন উপজেলা আওয়ামীলীগের সম্মলনে সকলের গ্রহণ যোগ্য ব্যক্তিকে নেতৃত্বে আনতে হবে। দলকে সুসংগঠিত করতে সকলকে ঐক্যবদ্ধ হতে হবে। তিনি আরও বলেন, ১৬ ডিসেম্বর মহান বিজয় দিবস যথাযথ মর্যাদায় পালন করার জন্য সকলকে প্রস্তুতি গ্রহণ করতে হবে।
উপজেলা আওয়ামীলীগের সভাপতি পৌর মেয়র হাসান কাদির গনুর সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন জেলা আওয়ামীলীগের সহসভাপতি অ্যাড. আব্দুর রশিদ মোল্লা, জেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারন সম্পাদক সাবেক পৌর মেয়র রিয়াজুল ইসলাম জোয়ার্দ্দার টোটন, সাংগঠনিক সম্পাদক মাসুদুজ্জামান লিটু বিশ^াস, জেলা আওয়ামীলীগের বন ও পরিবেশ সম্পাদক শহিদুল ইসলাম খান, নির্বাহী সদস্য আবু মুসা, সিরাজুল ইসলাম, উপজেলা আওয়ামীলীগের সহসভাপতি মজিবুর রহমান, বিশিষ্ঠ ব্যবসায়ী ও শিক্ষানুরাগী আলহাজ¦ লিয়াকত আলী লিপু মোল্লা, শাহ আলম মন্টু, হামিদুল ইসলাম আজম, যুগ্ম সম্পাদক কাজী রবিউল ইসলাম, সাংগঠনিক সম্পাদক কাজী খালেদুর রহমান অরুন, আতিয়ার রহমান, আলম হোসেন, ক্রীড়া সম্পাদক মহিদুল ইসলাম মহিদ, প্রচার সম্পাদক মাসুদ রানা তুহিন, পৌর আওয়ামীলীগের সাধারন সম্পাদক মতিয়ার রহমান ফারুক, যুগ্ম সম্পাদক সাইফুর রহমান পিন্টু।
উপজেলা আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সম্পাদক ইয়াকুব মাস্টারের উপস্থাপনায় উপস্থিত ছিলেন ইউপি চেয়ারম্যান মোস্তাফিজুর রহমান রুন্নু, আবু তাহের আবু, নবনির্বাচিত চেয়ারম্যান আবু সাঈদ পিন্টু, আশিকুজ্জামান ওল্টু, মাহমুদুল হাসান চঞ্চল, মোজাহিদুর রহমান জোয়ার্দ্দার লোটাস, ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি সম্পাদকের মধ্যে জয়নাল আবেদীন, মোল্লা কামরুজ্জামান শামিম, নুরুল ইসলাম দিপু, মকবুল হোসেন, শহিদুল ইসলাম লাল্টু, বিল্লাল গণি, হাসানুজ্জামান হান্নান, বাবলু, আব্দুল বাতেন, রাকিবুল ইসলাম, আব্দুর রাজ্জাকসহ ১৫ ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি সম্পাদক প্রমুখ।