হাটবোয়ালিয়া হাফিজিয়া মাদ্রাসায় সবক ও দোয়া অনুষ্ঠান অনুষ্ঠিত
হাটবোয়ালিয়া প্রতিনিধি: আলমডাঙ্গা হাটবোয়ালিয়া হাফেজিয়া মাদরাসায় ছাত্রদের সবক ও দোয়ার অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। ৩ ডিসেম্বর শুক্রবার বাদ জুম্মা মাদ্রাসা প্রাঙ্গণে হাফিজিয়া মাদ্রাসা কর্তৃপক্ষের আয়োজনে এই অনুষ্ঠান অনুষ্ঠিত হয় ।
পবিত্র কোরআন তেলাওয়াতের মধ্য দিয়ে অনুষ্ঠানটি শুরু হয় এবং হাফিজিয়া মাদ্রাসার ৭ছাত্রকে সবক প্রদান করা হয়। মাওলানা লোকমান হোসাইনের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন অবসরপ্রাপ্ত প্রফেসর আক্তার হোসেন।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হাটবোয়ালিয়া হাফিজিয়া মাদ্রাসার প্রতিষ্ঠাতা মরহুম মনোয়ারুল হুদার মেজো ছেলে রফিকুল হুদা ও ছোট ছেলে শরিফুল হুদা, হাটবোয়ালিয়া হাফিজিয়া মাদ্রাসার সুপার হাফেজ মাওলানা আব্দুল কাদের,মাওলানা মহিউদ্দিন , ভাংবাড়িয়া মাদ্রাসার সুপার রুহুল আমিন, সেলিম রেজা আবুল বাশার, শরিফুজ্জামান লাকি, নূর মোহাম্মদ টিকার উদ্দিনসহ অভিভাবকবৃন্দ।