আজকের শিক্ষার্থিদের আগামি দিনের বাংলাদেশ বিনির্মাণে পথিকৃৎ হতে হবে- আলমডাঙ্গার ইউএন ও
আলমডাঙ্গা সরকারি কলেজে শিক্ষার্থী-শিক্ষক-অভিভাবকদের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। একই দিনে ২০২০-২১ শিক্ষাবর্ষের একাদশ শ্রেণির প্রস্তুতিমূলক পরীক্ষার ফলাফল ঘোষণা করা হয়েছে।
আলমডাঙ্গা সরকারি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ কৃষিবিদ গোলাম ছরোয়ার মিঠুর সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন সংশ্লিষ্ট কলেজের সভাপতি আলমডাঙ্গা উপজেলা নির্বাহী অফিসার রনি আলম নূর।
এ সময় প্রধান অতিথি বলেন, শিক্ষার্থী ও অভিভাবকদের শিক্ষকের সাথে সুসম্পর্ক গড়ে উঠলে শিক্ষার্থিদের পড়াশোর মানোন্নয়ন হবে। পাশাপাশি অভিভাবকদের স্বপ্ন বাস্তবায়ন হবে। এমনকি শিক্ষা প্রতিষ্ঠানের সুনাম বৃদ্ধি পাবে। ৪৪ তম স্পেশাল বিসিএসে আলমডাঙ্গার ৭ জন মেডিকেলের শিক্ষার্থি সুপারিশপ্রাপ্ত হয়েছেন, তাদের অধিকাংশ এই কলেজের শিক্ষার্থি ছিলেন। তোমরা যারা আমাদের সামনে বসে আছো, তাদেরকেও এইভাবে বড় মাপের মানুষ হতে হবে। আগামি দিনের বাংলাদেশ বিনির্মাণে পথিকৃৎ হতে হবে। বর্তমানে বিজ্ঞান বিভাগে পড়ার শিক্ষার্থির সংখ্যা কমে যাচ্ছে বলে তিনি মন্তব্য করেন। তিনি বলেন, ’৯০ দশকে বিজ্ঞান বিভাগে পড়াকে বিশেষ মর্যাদাকর ভাবা হতো।
প্রভাষক মাকসুদুর রহমানের উপস্থাপনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, আলমডাঙ্গা উপজেলা ভাইস চেয়ারম্যান অ্যাড সালমুন আহমেদ ডন, আলমডাঙ্গা সরকারি কলেজ ছাত্রলীগ সভাপতি আশরাফুল হক।
বিশেষ অতিথির বক্তব্যে উপজেলা ভাইস চেয়ারম্যান অ্যাড ডন বলেন, অভিভাবকরা মনে রাখবেন – আপনাদের বাড়িই সবচে বড় পাঠশালা। সন্ধ্যার পর সন্তান যদি বাড়ি না ফেরে, জানবেন আপনার সন্তান ভুল পথে পা বাড়িয়েছে।
অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, সহকারী অধ্যাপক হারিবুর রহমান, প্রভাষক রাশিদুল মোমিন, ফারুক হোসেন, আবু সাঈদ, আব্দুল হাই, এমদাদুল হক ডাবু, এম সবেদ আলী মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সিদ্দিকুর রহমান ও অভিভাবক সোহেলী আক্তার।