আলমডাঙ্গার হাটবোয়ালিয়া বাজারে ভোক্তাধিকার সংরক্ষণ আইনে ৪ দোকানে জরিমানা

হাটবোয়ালিয়া প্রতিনিধি: আলমডাঙ্গা হাটবোয়ালিয়া বাজারে জাতীয় ভোক্তাধিকার সংরক্ষন আইনে ভ্রাম্যমান অভিযান পরিচালনা ৪ ব্যবসা প্রতিষ্ঠানে জরিমানা করেছেন। ২ ডিসেম্বর বুহস্পতিবার করে উপজেলার হাটবোয়ালিয়া বাজারে ৩ কসমেটিক্স দোকানের ও হোটেলে ভ্রাম্যমান অভিযান চালিয়ে মোট ১৪ হাজার টাকা জরিমানা করে। চুয়াডাঙ্গা জেলার জাতীয় সংরক্ষন অধিদপ্তরের সহকারী পরিচালক সজল আহমেদ এ ভ্রাম্যমাণ অভিযান পরিচালনা করেন।
জানা গেছে, উপজেলার হাটবোয়ালিয়া বাজারে জাতীয় ভোক্তাধিকার সংরক্ষন আইনে চুয়াডাঙ্গা ভোক্তাধিকার অধিদপ্তরের সহকারী পরিচালক সজল আহমেদ ভ্রাম্যমান অভিযান চালায়। এসময় বেশ বাজারের কসমেটিকসের দোকানে নকল প্রসাধনী বিক্রয় ও মেয়াদ উত্তীর্ণ জিনিসপত্র পায়।
পরে ভ্রাম্যমান অভিযান পরিচালনা করে উপজেলার হাটবোয়ালিয়া বাজারে রায়হান স্টোরের প্রোপাইটর রায়হানকে ২০০৯(ক)৪১(খ)৫১ ধারা মোতাবেক ৭ হাজার টাকা, খোকন স্টোরের প্রোপাইটর আব্দুল আলীম খোকনকে ২০০৯(ক) ৪১ ধারা মোতাবেক ৩ হাজার টাকা ও জহির ভ্যারাইটিজ ষ্টোরের প্রোপাইটর জহিরকে একই ধারায় তিন হাজার টাকা জরিমানা করেন।
পরে বাজারের সোহাগ মিষ্টান্ন ভান্ডারের প্রোপাইটর আব্দুস সোবহানকে ২০০৯(ক)৩৮ধারায় এক হাজার টাকা জরিমানা করেন। ভ্রাম্যমান অভিযানে উপজেলা সেনেটারী ইন্সপেক্টর নিজাম উদ্দিন সহ হাটবোয়ালিয়া ক্যাম্প পুলিশ উপস্থিত ছিলেন।