আলমডাঙ্গায় খাদ্য গোডাউনের ভারপ্রাপ্ত কর্মকর্তাকে বিদায় ও নবাগত কর্মকর্তাকে সংবর্ধনা
আলমডাঙ্গা উপজেলা মিল চাতাল ব্যবসায়ী সমিতির উদ্দ্যোগে খাদ্য গোডাউনের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসিএলএসডি) মিয়ারাজ হুসাইনকে বিদায় ও নবাগত ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসিএলএসডি) লিটন কুমার বিশ্বাসকে বরণ সংবর্ধনা দেওয়া হয়েছে। ১ ডিসেম্বর দুপুরে উপজেলা খাদ্য গোডাউনের বিদায় ও বরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে উপজেলা মিল চাতাল ব্যবসায়ী সমিতির সভাপতি আশরাফুল হকের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন উপজেলা খাদ্য নিয়ন্ত্রক আব্দুল হামিদ। বিশেষ অতিথি ছিলেন বিদায়ী খাদ্য গোডাউনের ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসিএলএসডি) মিয়ারাজ হুসাইন, বিদায়ী খাদ্য গোডাউনের ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসিএলএসডি) লিটন কুমার বিশ্বাস , উপজেলা প্রকল্প কর্মকর্তা এনামুল হক।
মিল চাতাল ব্যবসায়ী সমিতির সাধারন সম্পাদক তোফাজ্জেল হোসেনের উপস্থাপনায় উপস্থিত ছিলেন অটো রাইস মিল মালিক মনিরুজ্জামান পিন্টু, বিশিষ্ট ব্যবসায়ী আব্দুর রাজ্জাক, শেখ রাশেদুজ্জামান, জয়নাল আবেদীন ক্যাপ, আব্দুল্লাহ আল মামুন, উপখাদ্য পরিদর্শক রেবেনা খাতুন, আব্দুল্লাহ আল হোসাইন বাদশা প্রমুখ।