আলমডাঙ্গায় নৌকা প্রতিকের চেয়ারম্যান প্রার্থী জয়নাল আবেদীনের নির্বাচনী পথসভা

আলমডাঙ্গার কালিদাসপুর ইউনিয়নের নৌকা প্রতিকের চেয়ারম্যান প্রার্থী জয়নাল আবেদীনের নির্বাচনী পথসভা ও মহিলাদের সাথে উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে। ২৪ নভেম্বর শুক্রবার সন্ধ্যায় কালিদাসপুর ইউনিয়নের পাইকপাড়া গ্রামে নির্বাচনী পথসভা ও সকালে পারকুলা গ্রামের উঠান বৈঠক অনুষ্ঠিত হয়।
পথ সভায় প্রবীন আওয়ামীলীগ নেতা হাজী আব্দুর রহমানের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন উপজেলা আওয়ামীলীগের সভাপতি পৌর মেয়র হাসান কাদির গনু। এসময় তিনি বলেন, অবহেলিত কালিদাসপুর ইউনিয়নের মানুষের সেবা করার জন্য নৌকা প্রতিকের চেয়ারম্যান প্রার্থী হিসেবে জয়নাল আবেদীন আপনাদের কাছে এসেছে। ২৮ নভেম্বর নৌকা প্রতিককে ভোট দিয়ে আপনদের সেবা করার সুযোগ দিবেন।
প্রধান বক্তা ছিলেন কালিদাসপুর ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি নৌকা প্রতিকের চেয়ারম্যান প্রার্থী জয়নাল আবেদীন। বিশেষ জেলা আওয়ামীলীগের বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক শহিদুল ইসলাম খান, উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক ও সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান কাজী খালেদুর রহমান অরুন, ক্রীড়া সম্পাদক মহিদুল ইসলাম মহিদ, পৌর ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি রেজাউল হক তবা, আলমডাঙ্গা পৌর আওয়ামীলীগের যুগ্ম সম্পাদক সাইফুর রহমান পিন্টু, সাবেক কলেজ ছাত্রলীগের সভাপতি সোহেল রানা শাহিন, জেলা ছাত্রলীগের সাবেক সহসভাপতি সাইফুল ইসলাম, অর্থ সম্পাদক আলম হোসেন, বিশিষ্ঠ সমাজ সেবক কামাল হোসেন।
কালিদাসপুর ইউনিয়ন আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক এমদাদুল হকের উপস্থাপনায় উপস্থিত ছিলেন ইউনিয়ন আওয়ামীলীগের যুগ্ম সম্পাদক মিজানুর রহমান জমির, সাংগঠনিক সম্পাদক রুবেল আহমেদ, সাদ আহমেদ, আইয়ুব আলী, ইউনিয়ন ছাত্রলীগের ভারপ্রাপ্ত সভাপতি টুটুল, যুবলীগ নেতা নাজিম, ছাত্রলীগ নেতা রাহুল প্রমুখ।
এর আগে সকালে পারকুলা গ্রামের কয়েক শতাধিক মা-বোনদের সাথে উঠান বৈঠক করেন নৌকা প্রতিকের চেয়ারম্যান প্রার্থী জয়নাল আবেদীন। এসময় উপস্থিত ছিলেন ইউনিয়ন আওয়ামীলীগের সহসভাপতি তোফাজ্জেল হোসেন, সাধারন সম্পাদক মোল্লা কামরুজ্জামান শামীম যুগ্ম সম্পাদক মিজানুর রহমান জমির, জেলা ছাত্রলীগের সাবেক সহসভাপতি সাইফুল ইসলাম, হাফিজুর রহমান, মনির উদ্দিন, আইনাল হক, সলক আলী, রতন, নাজিম উদ্দিন, মেজর, লাল্টু, চান প্রমুখ।