২২শে এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ, ৯ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ

কালিদাসপুর ইউনিয়নে নৌকা প্রতীকের ২ নির্বাচনী অফিস পুড়িয়ে দেওয়ার প্রতিবাদ সমা‌বেশ

প্রতিনিধি :
শরিফুল ইসলাম রোকন
আপডেট :
নভেম্বর ২৩, ২০২১
137
বার খবরটি পড়া হয়েছে
শেয়ার :
| ছবি : 


আলমডাঙ্গার কালিদাসপুর ইউনিয়নের আসাননগর ও পারকুলা গ্রামে নৌকা প্রতীকের নির্বাচনী অফিস পুড়িয়ে দেওয়ার ঘটনায় দুই গ্রামে প্রতিবাদ সমাবেশ করেছে আওয়ামীলীগ। এ ঘটনায় ১৩/১৪ জন করে নামীয় ও আরও অজ্ঞাতদের আসামি করে থানায় পৃথক দুটি লিখিত অভিযোগ করেছেন আওয়ামীলীগ দলীয় নৌকা প্রতীকের দুই সমর্থক। গত রবিবার দিনগত রাতে নৌকা প্রতীকের নির্বাচনি দুটি অফিস ভাঙচুর করা হয়েছে বলে অভিযোগ উঠেছে।


এ সময় বক্তারা বলেন, ভোট যুদ্ধে মাঠে সুবিধা করতে না পেরে প্রতিপক্ষ প্রার্থী কিছু দুষ্কৃতিকারী ব্যক্তিকে লেলিয়ে দিয়ে এ জঘন্য ঘটনা ঘটিয়েছে। পরিকল্পিতভাবে এই জঘন্য ঘটনা যারা ঘটিয়েছে তারা কেউ ভালো মানুষ হতে পারেন না। মানুষ নামের কলংক। তাদেরকে মানুষের সমাজে থাকতে দেওয়া যাবে না। নৌকা প্রার্থীর সুনিশ্চিত বিজয় ঠেকাতেই ষড়যন্ত্র করে প্রতিপক্ষ এ জঘন্য ঘটনা ঘটিয়েছে। এই অপচক্র বুঝে গেছে যে সারা দেশের মত এখানেও নির্বাচন সুষ্ঠু হলে তাদের অস্তিত্বের সঙ্কট সৃষ্টি হবে। এলাকার উন্নয়নের স্বার্থে নৌকাকে বিজয়ী করতে হবে। তা না হলে সরকারি সুবিধা পাবেন না। তাই সকল ভোটারকে দুরদর্শিতার পরিচয় দিয়ে নৌকা প্রতীকে ভোট নিশ্চিত করতে হবে। বর্তমান সরকার উন্নয়নের সরকার। বর্তমান আওয়ামীলীগ সরকারের অকল্পনীয় উন্নয়নের কারণে নৌকার বিজয় অপ্রতিরোধ্য হয়েছে। তা বুঝতে পেরে ষড়যন্ত্র শুরু হয়েছে। ভোটের মাঠেই তাদেরকে দাঁত ভাঙ্গা জবাব দেওয়া হবে।


প্রতিবাদ সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা আওয়ামীলীগের বন ও পরিবেশ সম্পাদক শহিদুল ইসলাম খান। প্রধান বক্তা ছিলেন উপজেলা ছাত্রলীগের সভাপতি ও উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান অ্যাড. সালমুন আহমেদ ডন। বিশেষ অতিথি ছিলেন কালিদাসপুর ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি নৌকা প্রতিকের চেয়ারম্যান প্রার্থী জয়নাল আবেদীন, উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক ও সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান কাজী খালেদুর রহমান অরুন, ক্রীড়া সম্পাদক মহিদুল ইসলাম মহিদ, পৌর ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি রেজাউল হক তবা, কালিদাসপুর ইউনিয়ন আওয়ামীলীগের সাধারন সম্পাদক মোল্লা কামরুজ্জামান শামীম, আলমডাঙ্গা পৌর আওয়ামীলীগের যুগ্ম সম্পাদক সাইফুর রহমান পিন্টু, পৌর ছাত্রলীগের দপ্তর সম্পাদক মাসুদ সালেহীন উৎপল, সাবেক কলেজ ছাত্রলীগের সভাপতি সোহেল রানা শাহিন, জেলা ছাত্রলীগের সাবেক সহসভাপতি সাইফুল ইসলাম, পৌর ছাত্রলীগের সাধারন সম্পাদক নাহিদ হাসান তমাল, অর্থ সম্পাদক আলম হোসেন যুবলীগ নেতা ফারুক।

কালিদাসপুর ইউনিয়ন আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক এমদাদুল হকের উপস্থাপনায় উপস্থিত ছিলেন ইউনিয়ন আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক রুবেল আহমেদ, কোষাধ্যক্ষ মঞ্জু রহমান, আওয়ামীলীগ নেতা মনির উদ্দিন, হাফিজুর রহমান, ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি সম্পাদকের মধ্যে উপস্থিত ছিলেন সমসের আলী, মিলন হোসেন, সেন্টু, শাহাজান, সাদ আহমেদ, আইয়ুব আলী, ইউনিয়ন ছাত্রলীগের ভারপ্রাপ্ত সভাপতি টুটুল, যুবলীগ নেতা নাজিম, ছাত্রলীগ নেতা রাহুল প্রমুখ।

সর্বশেষ খবর
menu-circlecross-circle linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram