আলমডাঙ্গার চিৎলা ইউনিয়ন পরিষদ নির্বাচনে নৌকার প্রার্থীর কর্মী সমর্থকদের হুমকি

আলমডাঙ্গার চিৎলা ইউনিয়ন পরিষদ নির্বাচনে নৌকার প্রার্থীর আব্দুল বাতেনের কর্মী সমর্থকদের হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে হাপানিয়ার মহিবুল ইসলাম মন্টুর বিরুদ্ধে। ২০ নভেম্বর শনিবার রাতে নৌকার নির্বাচনী অফিসে ঢুকে এ হুমকি দেওয়ার ঘটনা ঘটে। এব্যাপারে আব্দুল বাতেন থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন।
অভিযোগ সুত্রে জানা গেছে, আলমডাঙ্গার চিৎলা ইউনিয়ন পরিষদ নির্বাচনে নৌকার প্রার্থী আব্দুল বাতেনের সমর্থকরা কুলপালা গ্রামে নির্বাচনী প্রচারনা অফিস করেন।
শনিবার রাতে বিদ্রোহী প্রার্থী ছরোয়ার হোসেনের সমর্থক হাপানিয়া গ্রামের মহিবুল ইসলাম মন্টু ও চিৎলা গ্রামের খাইরুল ইসলামের নেতৃত্বে ২০/২৫ জন অতর্কিত নৌকার অফিসে ঢুকে পড়ে । তারা নৌকার সমর্থদের অকথ্য ভাষায় গালি-গালাজ করতে থাকে। তারা নৌকায় ভোট করলে জীবনে মেরে ফেলারও হুমকি দেয়।
একপর্যায়ে নৌকার সমর্থক জামরিুলকে নির্বাচনী প্রচারনা অফিস থেকে টেনে হেচড়ে বাইরে নিয়ে এসে মারধর করে। এসময় গ্রামবাসি এগিয়ে এলে তারা দ্রæত পালিয়ে যায়। গতকাল ২১ নভেম্বর আব্দুল বাতেন বাদী হয়ে আলমডাঙ্গা থানায় লিখিত দায়ের করেন।
এবিষয়ে আলমডাঙ্গা থানার অফিসার ইনচার্জ জানান, চিৎলা ইউনিয়নে নৌকা প্রতিকের অফিসে ঢুকে নৌকার সমর্থককে হুমকি বিষয়ে অভিযোগ দায়ের হয়েছে। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।