২৫শে এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ, ১২ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ

খাদিমপুর ইউনিয়নের স্বতন্ত্র চেয়ারম্যানপ্রার্থী আব্দুল হালিম মন্ডলের দিনভর গণসংযোগ

প্রতিনিধি :
শরিফুল ইসলাম রোকন
আপডেট :
নভেম্বর ২২, ২০২১
127
বার খবরটি পড়া হয়েছে
শেয়ার :
| ছবি : 


আলমডাঙ্গার খাদিমপুর ইউনিয়নের স্বতন্ত্র চেয়ারম্যানপ্রার্থী বর্তমান চেয়ারম্যান আব্দুল হালিম মন্ডল গতকাল দিনভর ইউনিয়নের বিভিন্ন গ্রামে গণসংযোগ করেন।


এ সময় তিনি নির্বাচন নিরোপেক্ষ ও অবাধ করে দেওয়ার ব্যবস্থা নিতে প্রশাসনের প্রতি অনুরোধ জানিয়ে বলেন, ইউনিয়নের সাধারণ মানুষ আমার সাথে আছে। নির্বাচন সুষ্ঠু হলে আমাদের বিজয় সুনিশ্চিত। নিরব ভোট বিপ্লব ঘটিয়ে দেখিয়ে দেবে জনগণ। তিনি বলেন, চুয়াডাঙ্গা সরকারি কলেজে পড়ার সময় থেকে তিনি ছাত্রলীগের রাজনীতির সাথে নিজেকে সক্রীয় করেন। গত ২২ বছর ধরে ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতির দায়িত্ব পালন করছেন। তিনি বলেন, আওয়ামীলীগ তার কাছে অক্সিজেনের মত। বঙ্গবন্ধু ও তার কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার উজ্জ্বল আদর্শ বলে দাবি করেন।


এ গণসংযোগকালে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন – লুতফর মন্ডল, ইসলাম বিশ্বাস, আব্দুর রশিদ বিশ্বাস, বিল্লাল হোসেন, মনিরুল ইসলাম, মুন্নাফ আলী, মসি উদ্দীন, সুলতান মন্ডল, হামিদুল ইসলাম মন্ডল, হারেজ উদ্দীন মন্ডল, বিপুল হোসেন, কামাল শেখ, ইকবাল মাস্টার, মিল্টন মাস্টার, রনি মন্ডল, আল আমিন জোয়ার্দ্দার, ওল্টু মন্ডল, রাকিবুল ইসলাম বিশ্বাস, রাজিব বিশ্বাস, দবির হোসেন, আজিজুল মালিথা, মাসুদ রানা, রায়হান উদ্দীন প্রমুখ।

সর্বশেষ খবর
menu-circlecross-circle linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram