১০ই নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, ২৫শে কার্তিক, ১৪৩১ বঙ্গাব্দ

জামজামি ইউ জামজামিতে নৌকার সমর্থকের বাড়িঘর ভাংচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে

প্রতিনিধি :
শরিফুল ইসলাম রোকন
আপডেট :
নভেম্বর ২২, ২০২১
87
বার খবরটি পড়া হয়েছে
শেয়ার :
| ছবি : 


জামজামি ইউনিয়নে নির্বাচনে নৌকা প্রতীকের প্রার্থী ও প্রতিদ্বন্দ্ব্বী বিদ্রোহী প্রার্থীর সমর্থকদের মধ্যে সৃষ্ট মারামারির ঘটনার জের হিসেবে জামজামি গ্রামের নৌকার সমর্থকের বাড়িঘর ভাংচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। গত শনিবার রাতে এ ঘটনা ঘটে। এ বিষয়ে আলমডাঙ্গা থানায় এক পক্ষ লিখিত অভিযোগ করেছেন।


জানা য়ায়, শনিবার রাতে আলমডাঙ্গার জামজামি ইউনিয়নের নৌকা প্রতীকের চেয়ারম্যানপ্রার্থী নজরুল ইসলাম নিজ গ্রাম পাঁচলিয়ার বিলপাড়ায় গণসংযোগ করতে যান। সে সময় বিলপাড়ার মৃত আফজাল হোসেনের ছেলে ডাচবাংলা ব্যাংকের কর্মকর্তা আল মামুন বাচ্চু বিতর্কে জড়িয়ে পড়েন।

বিতর্কের এক পর্যায়ে আল মামুন বাচ্চুর ছোট ভাই মঞ্জু নজরুল ইসলামের সমর্থকের উপর চড়াও হন। মারামারিতে জড়িয়ে পড়েন। এ সংবাদ পেয়ে এলাকার নৌকার সমর্থকরা ঘটনাস্থলে ছুটে যান। অবস্থা বেগতিক দেখে ব্যাংক কর্মকর্তা পালিয়ে গেলেও তার ছোট ভাই মঞ্জুকে মারধর করা হয় বলে অভিযোগ উঠে। মঞ্জু স্বতন্ত্র প্রার্থী জয়নাল আবেদীন বাবলু চৌধুরীর কর্মী ও আত্মীয়।


এ সংবাদ জামজামি এলাকায় ছড়িয়ে পড়লে বাবলু চৌধুরীর কর্মী সমর্থকরা নৌকার কর্মী জামজামি গ্রামের লাল্টুর বাড়ি ভাংচুর ও অগ্নিসংযোগ করে বলে অভিযোগ পাওয়া গেছে। তাছাড়া, একই গ্রামের আজিজুলের বাড়ির গেট কোপানো হয়েছে, ভোদুয়া গ্রামের মিজানের উপর হামলার চেষ্টা করা হয়। সে সময় তিনি দৌঁড়ে পালিয়ে যাওয়ার সময় তার পা কেটে যায় বলে জানা গেছে। একই রাতে জামজাতিতে অবস্থিত নৌকার অফিসের উপর টাঙ্গিয়ে রাখা নৌকা পুড়িয়ে দেওয়া হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে।


এ ঘটনায় নৌকা প্রতীকের প্রার্থী বর্তমান চেয়ারম্যান নজরুল ইসলাম থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন। অভিযোগে তিনি দাবি করেছেন যে, স্বতন্ত্র প্রার্থীর কর্মী সমর্থক রিপন শাহ, লাভলু চৌধুরী, শাহানূর, ইকবাল হোসেন, রবিউল প্রমুখ ওই হামলা, ভাংচুর ও অগ্নিসংযোগে নেতৃত্ব দেন।


এ ঘটনায় জামজামি ইউনিয়নজুড়ে এখন উত্তেজনা বিরাজনা বিরাজ করছে।

সর্বশেষ খবর
menu-circlecross-circle linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram