গাংনীতে সড়ক দুর্ঘটনায় একজন নিহত
গাংনী প্রতিনিধিঃ মেহেরপুরের গাংনী উপজেলার চেংগাড়া নামক স্থানে সড়ক দুর্ঘটনায় মোনিনুল ইসলাম (৩৫) নামের এক পেশকার (বেঞ্চ সহকারি) নিহত হয়েছেন। রবিবার সকাল সোয়া ৯টার দিকে মেহেরপুর-কুষ্টিয়া সড়কের চেংগাড়া নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে।
গাংনী উপজেলার মটমুড়া ইউনিয়নের হোগলবাড়িয়া গ্রামের মৃত মারজুল হকের ছেলে। নিহত মোমিনুল ইসলাম মেহেরপুর জর্জ কোর্টের পেশকার (বেঞ্চ সহকারি) ও এর আগে দৈনিক ভোরের ডাক পত্রিকায় সাংবাদিকতা করতেন। স্থানীয়রা জানান, মোমিনুল ইসলাম মোটরসাইকেল যোগে মেহেরপুর জজ কোর্টে যাওয়ার পথে চেংগাড়া বাজারের অদুরে একটি মোটরসাইকেলকে সাইড দিতে গিয়ে নিয়ন্ত্রন হারিয়ে পড়ে যায়।
এসময় পিছনে থাকা একটি ইটবোঝাই ট্রলির নিচে পড়ে সে গুরুতর আহত হয়। পরে তাকে আহতবস্থায় উদ্ধার করে গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন। গাংনী থানার ওসি আব্দুর রাজ্জাক জানান, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। নিহতের পরিবারের পক্ষ থেকে অভিযোগ পেলে পরবর্তীতে আইনগত ব্যবস্থা নেয়া হবে।