ডাউকির দরিদ্র পরিবারের মেধাবী সন্তান মোমিন সাগরের ঢাবিতে ভর্তির যোগ্যতা অর্জন

আলমডাঙ্গা ডাউকি গ্রামে অসহায় দরিদ্র পরিবারের মেধাবী সন্তান মোমিন সাগর ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হওয়ার যোগ্যতা অর্জন করেছে। ভর্তির জন্য আর্থিক সহযোগীতার করলেন আলমডাঙ্গা ৮৬ ব্যাচের বন্ধু সংগঠন। মোমিন সাগর ঢাকা বিশ্ববিদ্যালয়ের “বি” ইউনিটের মেধা তালিকায় ৩৮৩ তম স্থান লাভ করেছে।
সে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা দিয়ে “বি”ইউনিটে ১৫ তম স্থান পেয়ে আইন বিভাগে ভর্তি হওয়ার সুযোগ লাভ করে। মোমিন সাগর ঢাকা বিশ^বিদ্যালয়ে ভর্তি হওয়ার যোগ্যতা অর্জনের পরও দারিদ্রতার কারণে অর্থের অভাবে ভর্তি হতে পারছিলেন না।
এসময় আলমডাঙ্গার ৮৬ ব্যাচের বন্ধু সংগঠন মেধাবী মোমিন সাগরকে বিশ্ববিদ্যালয়ে ভর্তি যোগ্যতা অর্জন করায় শুভেচ্ছা জানায় এবং তার ভর্তির জন্য আর্থিক সহযোগীতা করেন। ১৯ নভেম্বর আলমডাঙ্গার আলহাজ¦ খবির উদ্দিন কমপ্লেক্সের ২য় তলায় আনুষ্ঠানিকভাবে মোমিন সাগরের হাতে ভর্তির জন্য নগদ অর্থ তুলে দেন।
৮৬ ব্যাচের সভাপতি ইঞ্জিনিয়ার কাওছার আলীর সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন আলমডাঙ্গা থানার অফিসার ইনচার্জ সাইফুল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন এমএস জোহা কলেজের সহকারী অধ্যাপক মিজানুর রহমান, আলহাজ¦ খবির উদ্দিন কমপ্লেক্সের জেনারেল ম্যানেজার তাহাজ আলী, আলমডাঙ্গা থানার পুলিশ পরিদর্শক তদন্ত তুহিনুজ্জামান, ইসমাঈল হোসেন, ৮৬ ব্যাচের সম্পাদক জামান মোহাম্মদ বুর্দ্দান খান।
হাটবোয়ারিয়া স্কুল এন্ড কলেজের সহকারী অধ্যাপক আব্দুর রহিমের উপস্থাপনায় উপস্থিত ছিলেন আলমডাঙ্গা সরকারি কলেজের প্রভাষক আবু সাঈদ, বশিরা মালিক মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক দেলোয়ার হোসেন, একেএম গোলাম সরোয়ার, শামসুল আলম, লিটু মিয়া, এনামুল হক বাচ্চু, আব্দুর রাজ্জাক মন্টু, এনামুল হক, আব্দুল মালেক প্রমুখ। উল্লেখ্য, মোমিন সাগর আলমডাঙ্গা ডাউকি গ্রামের সাজ্জাদ হোসেনের ছেলে। মোমিন সাগর ডাউকি বশিরা মালিক মাধ্যমিক বিদ্যালয় থেকে এসএসসি পাশ করেন। পরে আলমডাঙ্গা সরকারি কলেজ থেকে এইচএসসি পাশ করে।