চিৎলা ইউপি নির্বাচনের নৌকার চেয়ারম্যান প্রার্থী আব্দুল বাতেনের পথসভা অনুষ্ঠিত

আলমডাঙ্গার চিৎলা ইউনিয়ন পরিষদ নির্বাচনে আওয়ামীলীগের মনোনীত নৌকার প্রতিকের চেয়ারম্যান প্রার্থী আব্দুল বাতেনের নির্বাচনী পথসভা অনুষ্ঠিত হয়েছে। ১৭ নভেম্বর চিৎলা মোড়ে নির্বাচনী পথসভা অনুষ্ঠিত হয়। পথসভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আলমডাঙ্গা উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারন সম্পাদক ইয়াকুব আলী মাষ্টার। এসময় তিনি বলেন, ইয়াকুব আলী বলেন, নৌকা প্রতিক শুধু বাতেন ভাইয়ের না, এই প্রতিক শেখ হাসিনার প্রতিক,এই প্রতিক ছেলুন ভাইয়ের প্রতিক। নৌকা প্রতিকে ভোট দিয়ে জননেত্রী শেখ হাসিনার উন্নয়নের পথকে সুগম করতে হবে। আজকে কেউ কেউ বিভ্রান্তি সৃষ্টি করছে। আপনারা তাদের কোন কথায় বিভ্রান্তি না হয়ে আগামী ২৮ তারিখের নির্বাচনে ব্যালেট বিপ্লবের মাধ্যমে দাঁতভাঙ্গা জবাব দেবেন।
প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি যুবলীগ নেতা আব্দুল কাদের। বিশেষ অতিথি ছিলেন চিৎলা ইউনিয়ন পরিষদ নির্বাচনের চেয়ারম্যান প্রার্থী ইউনিয়ন আ'লীগের সভাপতি আব্দুল বাতেন, আলমডাঙ্গা উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আতিয়ার রহমান, আলম হোসেন, পৌর আওয়ামী লীগ নেতা রেজাউল হক তবা, চুয়াডাঙ্গা সরকারী কলেজের সাবেক জিএস রাসেদুজ্জামান বাকি, সাবেক ছাত্রনেতা আব্দুর রশিদ সাবেক সাধারন সম্পাদক তারেক হাসান, জেলা ছাত্রলীগের সহসভাপতি শাহাবুল হক, ছাত্রলীগ ননেতা ফিরোজ আহম্মেদ, রিমন, সোহেল।
চিৎলা ইউনিয়ন আওয়ামী লীগের সাধারন সম্পাদক মোজাম্মেল হকের উপস্থাপনায় বক্তব্য রাখেন, চিৎলা ইউনিয়ন আওয়ামী লীগের প্রচার সম্পাদক জহুরুল ইসলাম,৮ নং ওয়ার্ড আওয়ামী লীগের সেক্রেটারী কামরুজ্জামান বাবু,চিৎলা ইউনিয়ন যুবলীগের যুগ্ম আহবায়ক শাহ আল ইমরান, ৫ নং ওয়ার্ড সভাপতি আব্দুল মালেক প্রমুখ।