টানা বর্ষণে মহেশপুরে ১৯ হাজার হেক্টর জমির আমন ধানের ব্যাপক ক্ষতি হওয়ার আশঙ্কা!
জাহিদুর রহমান তারিক, ঝিনাইদহ- নি¤œচাপ ও তিনদিনের টানা বর্ষণে প্রায় ১৯ হাজার হেক্টর জমির আমন ধানের ব্যাপক ক্ষতি হওয়ার আশঙ্কা। এতে এলাকার কৃষকদের মধ্যে হতাশা বিরাজ করছে। অবিরাম বর্ষণের কারণে উপজেলার ১২টি ইউনিয়ন ও পৌর এলাকার নিচু জমির পাকা ও কাটা ধান পানিতে ক্ষতি হওয়ার আশঙ্কা রয়েছে। কৃষকদের মধ্যে চরম হতাশা বিরাজ করছে।
ঝিনাইদহের মহেশপুর উপজেলা কৃষি স¤প্রসারন অধিদপ্তরের কার্যালয়ের তথ্যমতে, ফতেপুর, নিমতলা, ভৈরবা, বাঁশবাড়িয়া, বেলেমাঠ, নাটিমা, মান্দারবাড়িয়া, আজমপুর, শ্যামকুড়, স্বরুপপুর, যাদবপুর, পান্তাপাড়া, কাজীরবেড়, নেপা, সুন্দরপুর, পাথরা গ্রামের উঠতি আমন ধানের ব্যাপক ক্ষতি হয়েছে বলে কৃষকরা জানায়।
উপজেলার ফতেপুর ইউনিয়নের কানাইডাঙ্গা গ্রামে গিয়ে দেখা যায়,আমন খেতে বৃষ্টির পানি জমে রয়েছে। অনেক কৃষক তাঁদের ফসল বাঁচাতে খেত থেকে ধান কাটা শুরু করেছে। কৃষক মেহের আলী বলেন, মাঠে ধান কাটা রয়েছে অনেক ধান কলিয়ে গেছে। কিন্তু টানা বৃষ্টিতে তাঁদের খেতের আমন চারা মাটিতে পড়েছে। এখনো ফসলের খেতের অনেক স্থানে পানি জমে রয়েছে। উপজেলার মুন্ডুমালা গ্রামের নাজমুল হুদা জানান,আমনের খেতে পাকা,আধা পাকা ধানগাছ নুয়ে মাটিতে পড়ে আছে। খেতে পানি জমে রয়েছে।
এ ব্যাপারে মহেশপুর উপজেলা কৃষি কর্মকর্তা হাসান আলী জানান, উপজেলায় এবার আমনের চাষ হয়েছে ১৮ হাজার ১শ ৬৫ হেক্টর জমিতে। এরমধ্যে ৩০ ভাগ ধান কাটা হয়েছে, কিছু ক্ষতি হতে পারে।