বেলগাছী ইউনিয়নের স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী আমিরুল ইসলাম মন্টুর নির্বাচনী অফিস উদ্বোধন

আলমডাঙ্গা বেলগাছী ইউনিয়ন পরিষদ নির্বাচনে স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী আমিরুল ইসলাম মন্টু বেলগাছী গ্রামের মোল্লাপাড়ায় নির্বাচনী অফিস উদ্বোধন ও মতবিনিময় সভা করেছেন।
১৬ নভেম্বর মঙ্গলবার সন্ধ্যায় মোল্লা পাড়ার ব্রিজ মোড়ে এ অফিস উদ্বোধন করেন। ইউনিয়নের ৭ নং ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি মফিজ উদ্দিন মাস্টারের সভাপেিত্ব প্রধান অতিথি ছিলেন মোটর সাইকেল প্রতিকের চেয়ারম্যান প্রার্থী আমিরুল ইসলাম মন্টু।
এসময় তিনি বলেন, ৫ হাজার ভোটর নিয়ে বেলগাছী গ্রাম গঠিত। এই গ্রামে আমি একজন প্রার্থী। আপনারা ইতোপূর্বে ভোট দিয়ে যে ভাবে আমাকে চেয়ারম্যান বানিয়েছেন, একই ভাবে এবারও ভোট দিবেন। তিনি বলেন, এমন কাউকে ভোট দিবেন না, যিনি টাকা পয়সা মেরে ইন্ডিয়ায় পাড়ি জমাবেন।
বিশেষ অতিথি ছিলেন ইউপি সদস্য রবিউল ইসলাম, জাহাঙ্গীর হোসেন, সাবেক যুবলীগ নেতা মনিরুজ্জামান মনি, আওয়ামীলীগ নেতা আব্দুল জলিল মন্ডল, নিজাম উদ্দিন মোল্লা, আব্দুর রহিম, মনিরুজ্জামান, হারুন অর রশিদ, আনিসুর রহমান মাস্টার, আব্দুল ওহাব প্রমুখ।