জেহালা ইউনিয়নের নৌকার প্রার্থী হাসানুজ্জামান হাসানের পথসভা

আলমডাঙ্গার জেহালা ইউনিয়নের আওয়ামীলীগ দলীয় প্রার্থী হাসানুজ্জামান হাসান পুটিমারী গ্রামে পথসভা ও মতবিনিময় সভা করেন।
এ সময় তিনি বলেন, ১০ বছর ধরে যারা দালালী করেছে, তারাই এখন নৌকার বিরোধিতা করছে। হত্যা ও ডাকাতি মামলার আসামীর সাথে আজ তারা একত্রিত হয়ে ষড়যন্ত্র করছে। তাদের জেনে রাখা উচিত যে, ইউনিয়নবাসী আর ভুল করবে না। তারা শান্তি চায়। ডাকাতি, খুন আর মাদকব্যবসার জনপদ চায় না। তারা নিজ এলাকাকে অরাজক এলাকায় পরিণত হতে দিতে চায় না। নিজেদের সন্তানকে বিপদগামী হওয়ার সুযোগ করে দিতে চায় না। আগামী ২৮ তারিখে ভোটাররা সেই ফয়সালা দেবেন ইনশা আল্লাহ। এ সময় তিনি মাদকমুক্ত ডিজিটাল ইউনিয়ন গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করে।
ইউনিয়ন আওয়ামীলীগ নেতা সিরাজুল ইসলামের সভাপতিত্বে ও ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আব্দুল হান্নান মাস্টারের উপস্থাপনায় ওই পথসভা ও মতবিনিময় সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, আক্তারুল ইসলাম, আরজেত আলী, আব্দুল আজিজ, হেলাল উদ্দীন, লিটন চৌধুরী, কুতুব উদ্দীন, মঈন আহমেদ, ডাক্তার জাহান, আক্তারুজ্জামান, ফজলু মিয়া, আনসার আলী মাস্টার প্রমুখ।