২৩শে এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ, ১০ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ

শাবিপ্রবি শিক্ষার্থীর ঝিনাইদহ নিজ বাড়ীতে আত্মহত্যা!

প্রতিনিধি :
শরিফুল ইসলাম রোকন
আপডেট :
নভেম্বর ১৬, ২০২১
159
বার খবরটি পড়া হয়েছে
শেয়ার :
| ছবি : 


স্টাফ রিপোর্টার, ঝিনাইদহ- গলায় ফাঁস দিয়ে নিজ বাড়িতে আত্মহত্যা করেছেন শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) রসায়ন বিভাগের ২০১৩-১৪ সেশনের শিক্ষার্থী চঞ্চল চক্রবর্তী। তিনি বিশ্ববিদ্যালয়ের বঙ্গবন্ধু হলের ৩০২৯ নং রুমে থাকতেন। সোমবার (১৫ নভেম্বর) সকালে বিষয়টি নিশ্চিত করেন রসায়ন বিভাগের ছাত্র উপদেষ্টা ড. মো. আজহারুল আরাফাত।

উপদেষ্টা আজহারুল আরাফাত বলেন, আমরা সকালে জানতে পেরেছি চঞ্চল রোববার রাতে তার গ্রামের বাড়ি ঝিনাইদহে আত্মহত্যা করেছেন। যতটুকু জেনেছি তার বন্ধু-বান্ধব পাস করে বের হয়ে বিভিন্ন জায়গায় চাকরি করছেন। তিনি এখনো বের হতে পারেনি। তাই হতাশাগ্রস্ত হয়ে আত্মহত্যা করেছেন চঞ্চল।

এ বিষয়ে চঞ্চলের বাবা শিবপ্রদীপ কুমার চক্রবর্তী জানান, রোববার (১৪ নভেম্বর) রাত ১২টায় খেলা দেখে চঞ্চল তার ছোটভাই চয়নকে নিয়ে ঘুমাতে যায়। সকাল ৭ টায় ছোটভাই চয়ন উঠে দেখে চঞ্চলের গলায় গামছাবাঁধা অবস্থায় ঝুলে আছে সে। চঞ্চলের গ্রামের বাড়ি ঝিনাইদহ জেলার শৈলক‚পা উপজেলার মাধবপুর গ্রামে।

সর্বশেষ খবর
menu-circlecross-circle linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram