কালিদাসপুরের নৌকা প্রতিকের চেয়ারম্যান প্রার্থী জয়নাল আবেদীনের নির্বাচনী সভা

আলমডাঙ্গার কালিদাসপুর ইউনিয়নের নৌকা প্রতিকের চেয়ারম্যান প্রার্থী জয়নাল আবেদীনের নির্বাচনী সভা অনুষ্ঠিত হয়েছে। ১৫ নভেম্বর শুক্রবার সন্ধ্যায় কালিদাসপুর ইউনিয়নের শ্রীরামপুর ৮ নং ওয়ার্ড আওয়ামীলীগের আয়োজনে নির্বাচনী সভা অনুষ্ঠিত হয়।
পথ সভায় ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি মানোয়ার হোসেনের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন জেলা আওয়ামীলীগের বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক শহিদুল ইসলাম খান।
এসময় তিনি বলেন, অবহেলিত কালিদাসপুর ইউনিয়নের মানুষের সেবা করার জন্য নৌকা প্রতিকের চেয়ারম্যান প্রার্থী হিসেবে জয়নাল আবেদীন আপনাদের কাছে এসেছে। ২৮ নভেম্বর নৌকা প্রতিককে ভোট দিয়ে আপনদের সেবা করার সুযোগ দিবেন।
প্রধান বক্তা ছিলেন ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি ও ইউনিয়ন পরিষদ নির্বাচনে নৌকা প্রতিকের চেয়ারম্যান প্রার্থী জয়নাল আবেদীন।
বিশেষ অতিথি ছিলেন ইউনিয়ন আওয়ামীলীগের প্রচার সম্পাদক আলম হোসেন, ত্রান বিষয়ক সম্পাদক ডাক্তার বাবু, ওয়ার্ড আওয়ামীলীগের সাধারন সম্পাদক ওসমান গণি, শাহাজান আলী, শামীম রেজা সেন্টু।
ইউনিয়ন আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক এমদাদুল হকের উপস্থাপনায় উপস্থিত ছিলেন আওয়ামীলীগ নেতা শাহ আলম, আবু বকর, সেকেন্দার আলী, ইকরামুল হক, জহুরুল ইসলাম, আলম, শামছদ্দিন, শরিফ উদ্দিন, যুবলীগ নেতা মুতাইল মন্ডল, বাদশা, হাসমত, ছাত্রলীগ নেতা হুমায়ন কবীর, সুজন আহমেদ প্রমুখ।