ডাউকী ইউনিয়নের স্বতন্ত্র প্রার্থী নাজমুলের অফিস ভাংচুরের অভিযোগ
প্রতিনিধি :
শরিফুল ইসলাম রোকন
আপডেট :
নভেম্বর ১৫, ২০২১
131
বার খবরটি পড়া হয়েছে
শেয়ার :

| ছবি :
আলমডাঙ্গার ডাউকী ইউনিয়নে স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী নাজমুল হুসাইনের পোয়ামারী গ্রামের নির্বাচনী অফিস ভাংচুর করা হয়েছে। গত রোববার রাতে নৌকার প্রার্থীর সমর্থকরা এ হামলা চালিয়েছে বলে অভিযোগ করা হয়েছে।
একই সময় নাজমুল হুসাইনের সমর্থক আলী হোসেন (৪৫) ও তার অন্তঃসত্ত্বা স্ত্রী মিনি খাতুনকে মারধরের অভিযোগ উঠেছে। এ সময় গ্রামে ভীতিকর পরিবেশের সৃষ্টি হয়।
সংবাদ পেয়ে এস আই শরিয়তের নেতৃত্বে আলমডাঙ্গা থানা পুলিশ ঘটনাস্থলে যান। পুলিশের উপস্থিতিতে পরিস্থিতি শান্ত হয়।
এস আই শরিয়ত জানান, সংবাদ পেয়ে আমি ফোর্সসহ ঘটনাস্থলে এসেছি। অভিযোগ করা হচ্ছে যে নৌকার লোকজন স্বতন্ত্র প্রার্থী নাজমুল হুসাইনের অফিস ভাংচুর করেছে। এ অপরাধের সাথে জড়িতদের আটকের চেষ্টা চলছে। আটক হলে কারা অফিস ভাঙচুরের সাথে জড়িত তা সঠিক করে জানা যাবে।