আলমডাঙ্গার বাড়াদি ইউপি নির্বাচনে নৌকার প্রার্থী আশাবুল হক সম্রাটের নির্বাচনী সভা

আলমডাঙ্গার বাড়াদি ইউনিয়ন পরিষদ নির্বাচনে আওয়ামী লীগের মনোনীত নৌকা প্রতিকের চেয়ারম্যান প্রার্থী আশাবুল হক সম্রাটের পক্ষ মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। রোববার বিকেলে বাড়াদি বাজারে এই মতবিনময় সভা অনুষ্ঠিত হয়।
মত বিনিময় সভায় প্রধান অতিথি ছিলেন আলমডাঙ্গা উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারন সম্পাদক ইয়াকুব আলী মাণ্টার।প্রধান অতিথির বক্তব্যে ইয়াকুব আলী বলেন, জননেত্রী শেখ হাসিনা আশাবুল হক সম্রাটকে নৌকা প্রতিক দিয়েছেন। জেলার অভিভাবক ছেলুন ভাইয়ের মনোনীত প্রার্থী সম্রাট। আমরা যারা আওয়ামী লীগ করি এই প্রতিক সবার। আজকে অবহেলিত এই ইউনিয়নের উন্নয়নে নৌকা প্রতিকে ভোট দিতে হবে। আজকে ইউনিয়নে যারা আওয়ামী লীগ করে তারা সবাই ঐক্যবদ্ধ। আগামী ২৮ নভেম্বরের নির্বাচনে আপনারা নৌকা প্রতিককে বিজয়ী করে ঘরে ফিরবেন।
ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি মকবুল হোসেনের সভাপতিত্বে প্রধান বক্তা ছিলেন বাড়াদি ইউনিয়নের নৌকা প্রতিকের চেয়ারম্যান প্রার্থী আশাবুল হক। বিশেষ অতিথি ছিলেন ইউনিয়ন আওয়ামীলীগের সাধারন সম্পাদক শহীদুল ইসলাম লাল্টু, ইউনিয়ন আওয়ামীলীগের ধর্ম সম্পাদক ছানোয়ার হোসেন, আব্দুল জলিল।
যুগ্ম সম্পাদক শামিম হোসেনের উপস্থাপনায় উপস্থিত ছিলেন ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি সম্পাদকের মধ্যে আব্দুর রাজ্জাক, শাকিল হোসেন, ইলিয়াস হোসেন, আশাবুল হক, আলিবুদ্দিন, মনিরুজ্জামান, রেজাউল হক, কামাল হোসেন, শামসুজ্জামান সজল প্রমুখ।