ঝিনাইদহে ডায়রিয়ায় আক্রান্ত হয়ে মাদ্রাসা ছাত্রের মৃত্যু
প্রতিনিধি :
শরিফুল ইসলাম রোকন
আপডেট :
নভেম্বর ১৪, ২০২১
170
বার খবরটি পড়া হয়েছে
শেয়ার :
| ছবি :
স্টাফ রিপোর্টার, ঝিনাইদহ- ঝিনাইদহে ডায়রিয়ায় আক্রান্ত হয়ে এক মাদ্রাসা ছাত্রের মৃত্যু হয়েছে। আজ সকালে ঝিনাইদহ সদর হাসপাতালে তার মৃত্যু হয়। মৃত মাদ্রাসা ছাত্র সাঈদ হোসেনের স্বজনরা জানায়, শুক্রবার সকাল থেকে সে ডায়রিয়ায় আক্রান্ত হয়।
মাদ্রাসায় রেখে তার চিকিৎসা দেওয়া হচ্ছিল। শনিবার সকালে বেশি অসুস্থ হয়ে পড়লে ঝিনাইদহ সদর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। সে কুষ্টিয়ায় ইবি থানার রসুলপুর গ্রামের বাবলু মন্ডলের ছেলে ও ঝিনাইদহ ব্যাপারিপাড়া মোহাম্মদিয়া হাফিজিয়া মাদ্রাসার আবাসিক ছাত্র ছিল।
হাসপাতাল কর্তৃপক্ষ জানায়, ঝিনাইদহে আবারো বেড়েছে ডায়রিয়ার প্রকোপ। বর্তমানে সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে ১৩২ জন রোগী। গত ২৪ ঘন্টায় সদর হাসপাতালে ৪৮ জন নতুন করে ভর্তি হয়েছে। বাড়তি এই রোগীর চাপ সামলাতে হিমশিম খাচ্ছে তারা।