হেমন্তের বৃষ্টিকে উপেক্ষা করে আলমডাঙ্গা সরকারি কলেজে র্যাগ ডে পালিত

দিনভর হেমন্তের গুঁড়ি গুঁড়ি হিম বৃষ্টিকে উপেক্ষা করেই আলমডাঙ্গা সরকারি কলেজে জমজমাট আয়োজনে র্যাগ ডে পালিত হয়েছে। প্রাণোচ্ছ্বাসে ভরপুর তরুণ শিক্ষার্থিদের উদ্দীপনায় প্রাকৃতিক দুর্যোগ উবে গিয়ে র্যাগ ডে উপলক্ষে উৎসবের বর্ণিল রঙে রঙিন হয়ে উঠেছিল এ আয়োজন।
আলমডাঙ্গা সরকারি কলেজের এইচ এস সি পরিক্ষার্থীরা গতকাল এ জমকালো র্যাগ ডে আয়োজন করেছিল। শিক্ষার্থিদের প্রাণের উৎসবে সভাপতিত্ব করেন,সরকারি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ কৃষিবিদ গোলাম ছরোয়ার মিঠু।প্রধান অতিথি ছিলেন আলমডাঙ্গা উপজেলা নির্বাহী অফিসার রনি আলম নূর।
বিশেষ অতিথি ছিলেন,থানা অফিসার ইনচার্জ সাইফুল ইসলাম, উপজেলা ভাইস চেয়ারম্যান অ্যাড সালমুন আহমেদ ডন, সরকারি কলেজ ছাত্রলীগের সভাপতি আশরাফুল ইসলাম, প্রেসক্লাবের সভাপতি শাহ আলম মন্টু, সাধারন সম্পাদক হামিদুল ইসলাম, কলেজিয়েট স্কুলের শিক্ষক শামিম রেজা, সরকারি কলেজের শিক্ষক সমিতির নেতা রফিকুল ইসলাম, সহকারী অধ্যাপক মহিতুর রহমান।
বিদায়ী শিক্ষার্থীদের পক্ষে বক্তব্য রাখেন শায়লা শারমিন সানু। উপস্থিত ছিলেন, শিক্ষার্থী জুবয়ের,লিংকন, তারিক, আতিক,পলাশ, মিম্মা, স্বর্ণা, ,দোলা,শারমিন ও রামিছা। সভা শেষে কেক কেটে অনুষ্টানের শুভ উদ্বোধন করেন প্রধন অতিথি উপজেলা নির্বাহী অফিসার। শেষে মনোজ্ঞ সঙ্গীতানুষ্ঠানের আয়োজন করা হয়।