আলমডাঙ্গার বেলগাছি গ্রামের স্বতন্ত্র প্রার্থীর সমর্থক জামাল উদ্দীনকে পিটানোর অভিযোগ

আলমডাঙ্গার বেলগাছি গ্রামের স্বতন্ত্র প্রার্থী আমিরুল ইসলাম মন্টুর সমর্থক জামাল উদ্দীনকে পিটিয়ে আহত করার অভিযোগ উঠেছে।
আলমডাঙ্গা বাজার থেকে বাড়ি ফেরার পথে সন্ধ্যায় প্রতিপক্ষ আরেক স্বতন্ত্র প্রার্থী মাহমুদুল হাসান চঞ্চলের সমর্থক ডামোশ গ্রামের কয়েক যুবক।
জানা গেছে, ডামোশ গ্রামের মৃত আফসার আলীর ছেলে জামাল উদ্দীন গতকাল সন্ধ্যায় আলমডাঙ্গা বাজার থেকে বাড়ি ফিরছিলেন। জামাল উদ্দীন বেলগাছি ইউনিয়নের চেয়ারম্যান প্রার্থী আমিরুল ইসলাম মন্টুর সমর্থক।
পথিমধ্যে ডামোশ গ্রামের হামিদুল ইসলামের পুকুরের নিকটে পৌঁছলে তাকে আরেক স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী মাহমুদুল হাসান চঞ্চলের সমর্থক একই গ্রামের আবদার আলীর ছেলে খোকন, নজরুল ইসলামের ছেলে ফারুক, আব্দুল মজিদের ছেলে বাবুসহ বেশ কয়েকজন তাকে পিটিয়ে আহত করে।
আমিরুল ইসলাম মন্টু অভিযোগ তুলে বলেন, চেয়ারম্যান প্রার্থী চঞ্চলের লোকজন আমার সমর্থককে পিটিয়ে আহত করেছে। এ ব্যাপারে থানায় লিখিত অভিযোগের প্রস্তুতি চলছে।
অন্যদিকে, মাহমুদুল হাসান চঞ্চল জানান, ডামোশ গ্রামের জামাল উদ্দীনকে আর্থিক লেনদেনকে কেন্দ্র করে তাকে একই গ্রামের কয়েকজন পিটিয়েছে। এ ঘটনার সাথে আমার কোন সম্পর্ক নেই। এমনকি নির্বাচনেরও সম্পর্ক নেই।