কুষ্টিয়ার মিরপুরে প্রেমিকাকে বিষ পানে হত্যা
কুষ্টিয়া প্রতিনিধি: কুষ্টিয়া জেলার মিরপুর উপজেলার আমবাড়িয়া ইউনিয়নের সুখপুকুরিয়া গ্রামের ৭ম শ্রেণি পড়ুয়া স্কুল ছাত্রী ডালিয়া খাতুন (১৩)কে তার প্রেমিক শাকিল রাতে ফোন করে ডেকে নিয়ে সেভেন আপের বোতলে বিষ মিশিয়ে কোমল পানীয় বলে হত্যা করার অভিযোগ উঠেছে। গত শুক্রবার (৭ আগস্ট) দুপুরে চিকিৎসাধীন অবস্থায় রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে মারা যায়।
জানা গেছে, হালসা মাধ্যমিক বিদ্যালয়ের ৭ম শ্রেণির শিক্ষার্থী ডালিয়া কুষ্টিয়া জেলার মিরপুর উপজেলার আমবাড়িয়া ইউনিয়নের সুখপুকুরিয়া গ্রামের ডালিম হোসেনের মেয়েকে কুষ্টিয়া ইবি থানার পাটিকাবাড়ি ইউনিয়নের খেজুরতলা গ্রামের রবিউলের ছেলে প্রেমিক শাকিল সেভেন আপের বোতলে বিষ মিশিয়ে হত্যা করেছে। শাকিলের খালাতো দুলাভাই শুখপুকুরিয়া গ্রামের আদম আলীর ছেলে মাহফুজ হোসেন ডালিয়ার সঙ্গে প্রেমের সম্পর্ক সৃষ্টি করে দেয়। এই ঘটনা ডালিয়ার পরিবারে জানাজানি হলে নিহত ডালিয়ার পরিবার শাকিল আর তার খালাত দুলাভাই মাহফুজ হোসেনকে নিষেধ করে দেয় তার মেয়ের সঙ্গে আর কোনো সম্পর্ক না রাখতে। এরই প্রতিশোধ হিসেবে শাকিল সেভেন আপ বলে বিষ পান করিয়ে ডালিয়াকে হত্যা করে।
এ ঘটনায় ডালিয়া খাতুনের বড় চাচা হামিদুল ইসলাম বাদী হয়ে মিরপুর থানায় একটি হত্যার প্রচেষ্টার মামলা দায়ের করে। মামলায় শাকিলকে প্রধান ও খালাত দুলাভাই মাহফুজ হোসেনসহ মোট ৫ জনকে আসামী করা হয়।