কালিদাসপুর ইউনিয়নের নৌকা প্রতিকের চেয়ারম্যান প্রার্থী জয়নাল আবেদীনের নির্বাচনী সভা

আলমডাঙ্গার কালিদাসপুর ইউনিয়নের নৌকা প্রতিকের চেয়ারম্যান প্রার্থী জয়নাল আবেদীনের নির্বাচনী সভা অনুষ্ঠিত হয়েছে। ১২ নভেম্বর শুক্রবার সন্ধ্যায় কালিদাসপুর ইউনিয়নের মুনাকষা ৫ নং ওয়ার্ড আওয়ামীলীগের আয়োজনে নির্বাচনী সভা অনুষ্ঠিত হয়।
পথ সভায় ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি জিয়ারুল হকের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন জেলা আওয়ামীলীগের বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক শহিদুল ইসলাম খান।
এসময় তিনি বলেন, বর্তমান সরকার উন্নয়নের মডেল সরকার। এ সরকারের কষ্টার্জিত সুফল তৃণমূলে পৌঁছাতে সৎ ও প্রতিশ্রæতিশীল জনপ্রতিনিধি প্রয়োজন। কালিদাসপুর ইউনিয়নের সার্বিক উন্নয়নে নৌকায় ভোট দিয়ে জয়নাল আবেদীন নির্বাচিত করবেন।
প্রধান বক্তা ছিলেন ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি ও ইউনিয়ন পরিষদ নির্বাচনে নৌকা প্রতিকের চেয়ারম্যান প্রার্থী জয়নাল আবেদীন।
বিশেষ অতিথি ছিলেন ইউনিয়ন আওয়ামীলীগের সাধারন সম্পাদক মোল্লা কামরুজ্জামান শামীম, সহসভাপতি আব্দুল হান্নান, ইমদাদ হোসেন, তোফাজ্জেল হোসেন। সাংগঠনিক সম্পাদক এমদাদুল হকের উপস্থাপনায় উপস্থিত ছিলেন আওয়ামীলীগ নেতা শামীম রেজা সেন্টু, কবীর উদ্দিন, আকুল হোসেন, বাবুল ডাক্তার, সমীর আলী, যুবলীগ নেতা শামীম, শফি, মুতাইল মন্ডল, মনি, নুর ইসলাম, ইউনিয়ন ছাত্রলীগরে ভরপ্রাপ্ত সভাপতি টুটুল, ছাত্রলীগ নেতা রতন, রাহুল, শামীম প্রমুখ।