আলমডাঙ্গার ফেরদৌসী ফাউন্ডেশনের উদ্দ্যোগে আর্থিক সহযোগীতা প্রদান
আলমডাঙ্গার ফেরদৌসী ফাউন্ডেশন গোবিন্দপুরের অসহায় মুয়াজ্জিন আল ইমরানের স্ত্রীর চিকিৎসার জন্য ও কামালপুরে অবস্থিত বিখ্যাত আয়কর উকিল ও আলাউদ্দীন শিক্ষা নগরীর প্রতিষ্ঠাতার নামে প্রতিষ্ঠিত আলাউদ্দীন পাঠাগারকে আর্থিক সহযোগিতা প্রদান করেছেন।
১২ নভেম্বর ফেরদৌসী ফাউন্ডেশনের পক্ষ থেকে পাঁচলিয়া জামাল উদ্দীন মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক তৈয়ব আলী এ সহযোগিতার অর্থ তুলে দেন গোবিন্দপুর গ্রামের মুয়াজ্জিন আল ইমরান ও আলাউদ্দীন পাঠাগারের পরিচালক গোলাম রহমান চৌধুরীর হাতে।
বিশ্বের ৭তম বৃহত্তম আমেরিকান ওষুধ কোম্পানী ধননারব - তে ঊর্ধ্বতন বিজ্ঞানী হিসেবে কর্মরত আলমডাঙ্গার বাদেমাজু গ্রামের সন্তান ড. মো: মাসুদ পারভেজ ক্যান্সার আক্রান্ত মায়ের নামে এ ফেরদৌসী ফাউন্ডেশন পরিচালনা করে আসছেন। এ ফাউন্ডেশনের মাধ্যমে তিনি আলমডাঙ্গা উপজেলার ১৫টি বিদ্যালয়ে উপবৃত্তি প্রদানসহ এলাকার বিভিন্ন উন্নয়নমূলক ও শুভ কর্মে সহযোগিতা প্রদান করে আসছে।