কালীগঞ্জে গোপনে সরকারি চাল বিক্রি : দুই জনকে জরিমানা
প্রতিনিধি :
শরিফুল ইসলাম রোকন
আপডেট :
নভেম্বর ১২, ২০২১
144
বার খবরটি পড়া হয়েছে
শেয়ার :

| ছবি :
স্টাফ রিপোর্টার, ঝিনাইদহ- ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার রাখালগাছি ইউনিয়নের মান্দারবাড়িয়া এলাকায় খাদ্যবান্দব কর্মসূচির ১০ টাকা কেজিতে চাল বিতরণের পরিবর্তে দোকানে বিক্রিকালে ২১০ কেজি চাল জব্দ করা হয়েছে।
এ সময় মোবাইল কোর্ট পরিচালনা করে চালের ডিলার রাজু আহমেদকে ৩০ হাজার ও দোকান মালিক হায়দার আলীকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। বুধবার বিকেলে অভিযান পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও কালীগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ভূপালী সরকার।
নির্বাহী ম্যাজিস্ট্রেট ভূপালী সরকার জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে খাদ্যবান্ধব কর্মসূচির ১০ টাকা কেজির চাল দোকানে বিক্রিকালে ২১০ কেজি চাল জব্দ করা হয়। এসময় চালের ডিলার ও দোকান মালিককে জরিমানা করা হয়েছে।