আলমডাঙ্গা উপজেলার ১৩ ইউনিয়নে ৩ চেয়ারম্যান ও ১৫ জন সাধারণ সদস্য প্রার্থীর প্রার্থীতা প্রত্যাহার

শেষ দিনে আলমডাঙ্গা উপজেলার ১৩ ইউনিয়নে ৩ চেয়ারম্যান প্রার্থী ও ১৫ জন সাধারণ সদস্য প্রার্থী তাদের প্রার্থীতা প্রত্যাহার করলেন।
আলমডাঙ্গা উপজেলার ১৩টি ইউনিয়নে আগামী ২৮ নভেম্বর নির্বাচন অনুষ্ঠিত হবে। গতকাল ১১ নভেম্বর ছিল মনোনয়ন প্রত্যাহারের শেষ দিন। ১৩টি ইউনিয়নে মোট ৬৩ জন চেয়ারম্যান প্রার্থীর মধ্যে শেষ পর্যন্ত ৩ জন প্রার্থী তাদের প্রার্থীতা প্রত্যাহার করেছেন। তাদের মধ্যে ভাংবাড়িয়া ইউনিয়নে স্বতন্ত্র প্রার্থী দেলোয়ার হোসেন, গাংনী ইউনিয়নে স্বতন্ত্র প্রার্থী বর্তমান চেয়ারম্যান আবু তাহের ও খাদিমপুর ইউনিয়নে স্বতন্ত্র প্রার্থী সাইদুর রহমান মনোনয়নপত্র প্রত্যাহার করেছেন।
এছাড়া, সাধারণ ওয়ার্ডের সদস্য পদে মনোনয়নপত্র দাখিল করেছিলেন ৪৪৭ জন। তাদের মধ্যে ১৫ জন মনোনয়নপত্র প্রত্যাহার করেছেন। গাংনী ইউনিয়নে সাধারন সদস্য ৩ জন, কুমারী ইউনিয়নে সাধারন সদস্য ২ জন, খাসকররা ইউনিয়নে সাধারন সদস্য ১ জন, জেহালায় সাধারন সদস্য ২ জন, জামজামি সাধারন সদস্য ১ জন, কালিদাসপুর সাধারন সদস্য ১জন, হারদী ইউনিয়নে সাধারন সদস্য ২ জন ও চিৎলা ইউনিয়নে সাধারন সদস্য ৩ জন তাদের মনোনয়নপত্র প্রত্যাহার করেন।