আলমডাঙ্গায় যুবলীগের ৪৯তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন

আলমডাঙ্গা উপজেলা যুবলীগের উদ্দ্যোগে নানা কর্মসূচির মধ্যদিয়ে যুবলীগের ৪৯ তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন করা হয়েছে। দিনটি উপলক্ষে সকাল ৭টায় উপজেলা যুবলীগের অফিসে জাতীয় সংগীতের তালে তালে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন করে। পরে বঙ্গবন্ধু ও শেখ ফজলুল হক মনির প্রতিকৃতিত্বে পুস্পমাল্য অর্পন করেন ।
বিকালে প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আনন্দর্যালি, আলোচনা ও কেক কেটে যুবলীগের প্রতিষ্ঠাবার্ষিকী পালন করেন। র্যালি শেষে যুবলীগের অফিসে উপজেলা যুবলীগের আহব্বায়ক কমিটির সদস্য এসকে মনিরুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন উপজেলা যুবলীগের আহŸায়ক আনোয়ার হোসেন সোনাহার।
বিশেষ অতিথি ছিলেন উপজেলা যুবলীগের সদস্য নেছার আহমেদ প্রিন্স, জাহাঙ্গীর, মনিরুজ্জামান হিটু, সাইফুল ইসলাম, বুলবুল, রিভেন, শরিফুল ইসলাম সুমন, হাসিব, ফিরোজ, রাসেল, আনিস, রনি।
যুবলীগের সদস্য রায়হানের উপস্থাপনায় উপস্থিত ছিলেন রতন শাহ, রাসেল , রকি বিশ^াস, ইমন, মামুন প্রমুখ। পরে কেক কাটার ও দোয়া মাহফিলের মধ্য দিয়ে যুবলীগের প্রতিষ্ঠাবার্ষিকীর কর্মসুচি সমাপ্ত করেন।