বেলগাছী ইউনিয়নের সতন্ত্র চেয়ারম্যান প্রার্থী এস এম গোলাম সরোয়ার শামিমের নির্বাচনী সভা

আলমডাঙ্গা বেলগাছী ইউনিয়নের সতন্ত্র চেয়ারম্যান প্রার্থী এস এম গোলাম সরোয়ার শামিমের নির্বাচনী পথসভা অনুষ্ঠিত হয়েছে। ১১ নভেম্বর বিকালে ফরিদপুর বাজারে গ্রামবাসির আয়োজনে পথ সভা অনুষ্ঠিত হয়। পথসভায় বদর উদ্দিন বিশ্বাস ভাদু মন্ডলের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন প্রধান অতিথি ছিলেন বিশিষ্ট সমাজ সেবক ও ব্যাংকার জগলুল আরেফিন।
প্রধান বক্তা ছিলেন বেলগাছী ইউনিয়নের সতন্ত্র চেয়ারম্যান প্রার্থী এস এম গোলাম সরোয়ার শামিম। বিশেষ অতিথি ছিলেন কবি আ,ফ,ম সিরাজ সামজী, রিকাত আলি মন্ডল , সুজাউল হক মনা মন্ডল, জুরোন মালিতা, সাজিবার মালিতা, নান্টু বিশ্বাস, দেলোয়ার হোসেন, মকবুল মাস্টার, হামজা ডাক্তার, গিয়াস মন্ডল, মনিরউদ্দিন মন্ডল, মান্নান মন্ডল, রসিদুল মন্ডল, বীর মুক্তিযোদ্ধা ইজ্জত আলি, সাহাদত মন্ডল, সোহরাব মন্ডল, দাউদ আলি।
সিতাব আলি মন্ডলের উপস্থাপনায় উপস্থিত ছিলেন কেদারনগরের খাইরুল মেম্বার, জমির, চুন্নু, আরিফ, কাজল কাশিপুরের মেন্টু মোল্লা, মেন্টু বিশ্বাস, রিপন, স¤্রাট, ইউনিয়ন যুবলীগের সেক্রেটারি আনোয়ার, যুবলীগ নেতা রুবেল, পৌর কাউন্সিলর আশরাফুল হক বাবু সহ গ্রামের সাধারন ভোটারগন ।