আলমডাঙ্গায় সখি ফিল্মসে্র উপদেষ্টা অভিনেতা লিপুর জন্মদিন পালিত
প্রতিনিধি :
শরিফুল ইসলাম রোকন
আপডেট :
নভেম্বর ১০, ২০২১
177
বার খবরটি পড়া হয়েছে
শেয়ার :
| ছবি :
আলমডাঙ্গার প্রসিদ্ধ সাংস্কৃতিক সংগঠন সখি ফিল্মস ও সৃষ্টি মাল্টিমিডিয়ার উপদেষ্টা অভিনেতা আব্দুল জব্বার লিপুর জন্মদিন জাকজমকভাবে পালন করা হয়েছে।
১০ নভেম্বর বুধবার সন্ধ্যায় আলমডাঙ্গার নাট্যাঙ্গনের সাথে ও সাংস্কৃতিক সংগঠনের সাথে জড়িত ব্যক্তিরা আনুষ্ঠানিকভাবে রঙ্গন মিডিয়া সেন্টারে কেক কেটে তার জন্মদিন পালন করেন।
এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন সখি ফিল্মস ও সৃষ্টি মাল্টিমিডিয়ার পরিচালক হাফিজুর রহমান জীবন, এডিটর ওমর খৈয়ম , অভিনেতা রাজিবুল ইসলাম রাজিব, নজরুল ইসলাম লিটু, রাশেদুল ইসলাম সাইজি, সাংবাদিক শরিফুল ইসলাম রোকন, জাফ্ফার আলী মনা, সজীব, তরুণ কুমার প্রমুখ।