কালিদাসপুর ইউনিয়নের নৌকা প্রতিকের চেয়ারম্যান প্রার্থী জয়নাল আবেদীনের নির্বাচনী সভা

আলমডাঙ্গার কালিদাসপুর ইউনিয়নের নৌকা প্রতিকের চেয়ারম্যান প্রার্থী জয়নাল আবেদীনের নির্বাচনী সভা অনুষ্ঠিত হয়েছে। ৯ নভেম্বর সোমবার সন্ধ্যায় কালিদাসপুর ইউনিয়নের ৪ নং ওয়ার্ড আওয়ামীলীগের আয়োজনে পাইকপাড়া জনকল্যাণ স্কুল প্রঙ্গণে নির্বাচনী সভা অনুষ্ঠিত হয়।
নির্বাচনী সভায় ৪ নং ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি সাদ আহমেদের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন জেলা আওয়ামীলীগের বনও পরিবেশ সম্পাদক শহিদুল ইসলাম খান। এসময় তিনি বলেন, বর্তমান সরকার উন্নয়নের মডেল সরকার। এ সরকারের কষ্টার্জিত সুফল তৃণমূলে পৌঁছাতে সৎ ও প্রতিশ্রæতিশীল জনপ্রতিনিধি প্রয়োজন। কালিদাসপুর ইউনিয়নের সার্বিক উন্নয়নে নৌকায় ভোট দিয়ে জয়নাল আবেদীন নির্বাচিত করবেন।
প্রধান বক্তা ছিলেন ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি ও ইউনিয়ন পরিষদ নির্বাচনে নৌকা প্রতিকের চেয়ারম্যান প্রার্থী জয়নাল আবেদীন। বিশেষ অতিথি ছিলেন ইউনিয়ন আওয়ামীলীগের যুগ্ম সম্পাদক মিজানুর রহমান জমির, জেলা ছাত্রলীগের সহসভাপতি সাইফুল ইসলাম, ৩ নং ওয়ার্ড সভাপতি শামিম রেজা সেন্টু, ৪ নং ওয়ার্ড সম্পাদক আইয়ুব আলী মেম্বর, আওয়ামীলীগ নেতা আনিসুর রহমান।
ইউনিয়ন আওয়ামীলীগের সাধারন সম্পাদক মোল্লা কামরুজ্জামান শামীমের উপস্থাপনায় উপস্থিত ওয়ার্ড আওয়ামীলীগের সহসভাপতি বিশারত আলী, মিলন হোসেন ছারা বিশ^াস, যুগ্ম সম্পাদক সমের আলী, সাংগঠনিক সম্পাদক নজরুল ইসলাম, প্রচার সম্পাদক স্বপন আলী, আওয়ামীলীগ নেতা কদর আলী, মুকুল, আব্দুল মালেক, খাইরুল ইসলাম, পিয়ার আলী, আলম, জাহেদ আলী, যুবলীগ নেতা মোতাইল মন্ডল, নাজিম উদ্দিন, ইউনিয়ন ছাত্রলীগে ভারপ্রাপ্ত সভাপতি টুটুল, ছাত্রলীগ নেতা রাহুল প্রমুখ।