আলমডাঙ্গায় ৭ম শ্রেণিতে পড়ুয়া ২ বান্ধবীকে তুলে নিয়ে গিয়ে ধর্ষণ শেষে বাড়ি পৌঁছে দিল দুই বন্ধু
প্রতিনিধি :
শরিফুল ইসলাম রোকন
আপডেট :
নভেম্বর ৯, ২০২১
233
বার খবরটি পড়া হয়েছে
শেয়ার :

ছবি :
চুয়াডাঙ্গা আলমডাঙ্গার প্রাগপুর গ্রামের দুবান্ধবীকে রাতে মোবাইলফোনে ডেকে নিয়ে ধর্ষণ করেছে দুই বন্ধু। ৭ নভেম্বর রবিবার দিনগত রাত ৮টায় ওসমানপুরের নিশান তাদের দুবান্ধবীকে মোটরসাইকেলে তুলে নিয়ে পার্শ্ববর্তী কানাপুকুর পাড়ে নিয়ে গিয়ে দু-বন্ধু মিলে ধর্ষণ করে রাত ২টার দিকে বাড়ি পৌঁছে দেয়। এ ঘটনায় ৮ নভেম্বর রাতে আলমডাঙ্গা থানায় এজাহার দায়ের করা হয়েছে।
জানা যায়, আলমডাঙ্গা উপজেলার প্রাগপুর ফাজিল মাদ্রাসার ৭ম শ্রেণির ২ ছাত্রি ৪ মাস আগে পার্শ্ববর্তী ওসমানপুর গ্রামের ইয়াকীন আলীর ছেলে আশিক (১৭) ও তার বন্ধু একই গ্রামের আনারুল ইসলামের ছেলে নিশান (১৭)“র সাথে প্রেমের সম্পর্ক তোলে ।
গত রবিবার রাত ৮টার দিকে নিশান তার প্রেমিকাকে মোবাইলফোনে রিং দিয়ে দ্রæত তার বান্ধবীকে নিয়ে বাড়ির বাইরে আসতে বলে। দুবান্ধবী বাইরে বের হলে তাদেরকে মোটর সাইকেলে তুলে নেয় নিশান। পরে ওসমানপুর-হারদী মাঠের ভেতর অবস্থিত কানাপুকুর নামক স্থানে নিয়ে যায়।
সেখানে পূর্ব থেকে অবস্থান করছিল আশিক। বিয়ের প্রতিশ্রুতি দিয়ে দুবন্ধু তাদের দুই প্রেমিকাকে উপর্যূপরি ধর্ষণ করে। ধর্ষণ শেষে রাত দুটোর দিকে নিশান তার মোটরসাইকেলে দুবান্ধবীকে তুলে নিয়ে তাদের বাড়ি পৌঁছে দিয়ে দ্রæত সটকে পড়ে।
এ ঘটনায় পরদিন ৮ নভেম্বর সোমবার রাতে দুবন্ধুর বিরুদ্ধে থানায় এজাহার করেছে দু বান্ধবী।












