আলমডাঙ্গায় মূল্যের চেয়ে অধিক মূল্যে সার ও মেয়াদ উত্তীর্ণ কীট নাশক বিক্রির দায়ে জরিমানা

আলমডাঙ্গা ব্যুরো: আলমডাঙ্গা শহরের হাউসপুরে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর অভিযান চালিয়ে দুই প্রতিষ্ঠানে ২১ হাজার টাকা জরিমানা করেছেন। সরকার নির্ধারিত মূল্যের চেয়ে অধিক মূল্যে সার ও মেয়াদ উত্তীর্ণ কীট নাশক বিক্রির দায়ে দুই প্রতিষ্ঠানে ২১ হাজার টাকা জরিমানা করেন।
জানা গেছে, চুয়াডাঙ্গা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক সজল আহম্মেদের নেতৃত্বে আলমডাঙ্গা শহরের হাউসপুর এলাকায় ভ্রাম্যমান আদালত পরিচালিত হয়। অভিযানে সরকার নির্ধারিত মূল্যের চেয়ে অধিক মূল্যে সার বিক্রি ও মেয়াদ উত্তীর্ণ কীট নাশক বিক্রির দায়ে হাউসপুর এলাকার হারুন অর রসিদ ট্রেডার্সের মালিক হারুন-অর-রশিদকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়।
এছাড়াও একই এলাকার মামুন ষ্টোরে অভিযান চালিয়ে মূল্য তালিকা প্রদর্শন না করা ও মেয়াদ উত্তীর্ণ পন্য রাখার দায়ে ১ হাজার টাকা জরিমানা করা হয়। ভ্রাম্যমান আদালতে সহযোগিতা করেন থানার এসআই তারিফসহ একদল পুলিশ ফোর্স।