কালিদাসপুর নৌকা প্রতিকের চেয়ারম্যান প্রার্থী জয়নাল আবেদীনের নির্বাচনী সভা
আলমডাঙ্গার কালিদাসপুর ইউনিয়নের নৌকা প্রতিকের চেয়ারম্যান প্রার্থী জয়নাল আবেদীনের নির্বাচনী সভা অনুষ্ঠিত হয়েছে। ৮ নভেম্বর সোমবার সন্ধ্যায় কালিদাসপুর ইউনিয়নের ৫ ৪ নং ওয়ার্ড কুটি পাইকপাড়া, ৬ নং ওয়ার্ড রেল জগন্নাথপুর ওয়ার্ড আওয়ামীলীগের আয়োজনে নির্বাচনী সভা অনুষ্ঠিত হয়। পরে আসাননগর ১ নং ওয়ার্ড আওয়ামীলীগের নেতা কর্মিদের সাথে নির্বাচনী মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
পথ সভায় ৬ নং ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি আলম মালিথার সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন জেলা আওয়ামীলীগের বনও পরিবেশ সম্পাদক শহিদুল ইসলাম খান। প্রধান বক্তা ছিলেন ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি ও ইউনিয়ন পরিষদ নির্বাচনে নৌকা প্রতিকের চেয়ারম্যান প্রার্থী জয়নাল আবেদীন।
বিশেষ অতিথি ছিলেন জেলা ছাত্রলীগের সহসভাপতি সাইফুল ইসলাম, ওয়ার্ড সভাপতি শামিম রেজা সেন্টু, ওয়ার্ড সম্পাদক আনোয়ার হোসেন। এর আগে ৪ নং ওয়ার্ডে আওয়ামীলীগ নেতা শাহারুল মন্ডলের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন ওয়ার্ড আওয়ামীলীগের সাদ আহমেদ, সম্পাদক আইয়ুব হোসেন মেম্বার, জেলা ছাত্রলীগের সহসভাপতি সাইফুল ইসলাম।
ইউনিয়ন আওয়ামীলীগের সাধারন সম্পাদক মোল্লা কামরুজ্জামান শামীমের উপস্থাপনায় উপস্থিত ছিলেন আওয়ামীলীগ নেতা মন্টু, সাবান, নাজমুল, সিন্টু, শাহাজান, জাসুদ, যুবলীগ নেতা বল্টু, মাসুদ, এনামুল, নাজিম, ইউনিয়ন ছাত্রলীগ সভাপতি নাজিম উদ্দিন, সহসভাপতি টুটুল, ছাত্রলীগ নেতা রাহুল, সোহাগ, সবুজ, চাদ মিয়া, বাচ্চু, মোজাম্মেল, নাসিম, মজনু, গোলাম প্রমুখ। পরে ১ নং ওয়ার্ড আওয়ামীলীগের সকল সদস্যের সাথে নির্বাচনী মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।