হারদীতে এবার এক মেম্বর প্রার্থীর ৩ জনকে কুপিয়ে রক্তাক্ত জখম করেছে আরেক মেম্বর প্রার্থীর সমর্থকেরা
প্রতিনিধি :
শরিফুল ইসলাম রোকন
আপডেট :
নভেম্বর ৭, ২০২১
129
বার খবরটি পড়া হয়েছে
শেয়ার :

| ছবি :
আলমডাঙ্গার হারদীতে এবার এক মেম্বর প্রার্থীর ৩ জনকে কুপিয়ে রক্তাক্ত জখম করেছে আরেক মেম্বর প্রার্থীর সমর্থকেরা। এ নিয়ে ৬ নভেম্বর শনিবার সারাদিন হারদী গ্রাম ছিল উত্তপ্ত। এ ঘটনায় দুপক্ষ থানায় পাল্টাপাল্টি লিখিত অভিযোগ দায়ের করেছে।
এলাকাসূত্রে জানা যায়, হারদী ইউনিয়ন পরিষদের ২ নং ওয়ার্ডের বর্তমান মেম্বর শেখ শাহনুর টিপু। তিনি এবারও ভোটে দাঁড়িয়েছেন। তার প্রতিদ্বন্দী প্রার্থী মহিনুল ইসলাম। গত শুক্রবার রাতে এক পক্ষের সমর্থকরা অন্যপক্ষকে চায়ের দোকানে মারধর করে। এ ঘটনার জের ধরে গতকাল শনিবার বেলা ১১টার দিকে মহিনুল ইসলামের কিছু সমর্থক হারদী বাজারে গিয়ে শেখ শাহনুর টিপুর কয়েকজন সমর্থকের উপর হামলা চালিয়েছে। তারা রামদা দিয়ে কুপিয়ে রক্তাক্ত জখম করেছে হারদী গ্রামের শামীম খানের ছেলে মিন্টু খান (৩২), মৃত মুক্তার খানের ছেলে রুবেল শেখ (৩৩) ও সেলিম শেখের ছেলে পাপ্পু (৩২)। প্রতিপক্ষের রাজিবের নেতৃত্বে লিটন, রাব্বি খান, সাদিল, মিঠু, শিহাব, পিন্টু, বিপ্লব, রহিম, আশিক, সজিব ওই ৩ জনকে কোপায় বলে অভিযোগ উঠেছে।
এলাকার অনেকে জানিয়েছে, রাজিবের নামে বিভিন্ন মামলা আছে।
পুলিশ ঘটনাস্থলে পৌঁছলে উত্তেজিত পরিস্থিতি শান্ত হয়। তবে দুশিবিরেই দিনব্যাপী উত্তেজনা বিরাজ করছিল। বিকেলে আবারও পরিবেশ অশান্ত হলে পুলিশের উপস্থিতির কারণে কোন অঘটন ঘটেনি।