২২শে এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ, ৯ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ

আলমডাঙ্গায় “শিশু ও নারী উন্নয়নে সচেতনতামুলক যোগাযোগ কার্যক্রম শীর্ষক ওরিয়েন্টেশন কর্মশালা অনুষ্ঠিত

প্রতিনিধি :
শরিফুল ইসলাম রোকন
আপডেট :
নভেম্বর ৬, ২০২১
125
বার খবরটি পড়া হয়েছে
শেয়ার :
| ছবি : 

আলমডাঙ্গায় “শিশু ও নারী উন্নয়নে সচেতনতামুলক যোগাযোগ কার্যক্রম(৫ম পর্যায়ে) ১ম সংশোধনী শীর্ষক ওরিয়েন্টেশন কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। ৬ নভেম্বর জেলা তথ্য অফিসের আয়োজনে উপজেলা প্রশাসনের সহযোগীতায় জিওবি প্রকল্পের অধীনে(জুলাই-সেপ্টেম্বর ২০২১) নেতৃস্থানীয় ব্যক্তিবর্গের ওরিয়েন্টেশন কর্মশালা অনুষ্ঠিত হয়। ওরিয়েন্টেশনে অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেড আরাফাত রহমানের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন গণযোগাযোগ অধিদপ্তরের মহাপরিচালক বিধান চন্দ্র কর্মকার।

এসময় তিনি বলেন, নারী ও শিশুর উন্নয়ন হলে দেশের আরো অগ্রগতি হবে। নারীর ক্ষমতায়ন, নারীর সামাজিক নিরাপত্তা কর্মসূচী, দূর্যোগকালীন নারী ও শিশুর সচেতনতা, নারী ও শিশুর প্রতি সহিংসতা রোধে সবাইকে একযোগে কাজ করতে হবে।

বিশেষ অতিথি ছিলেন চুয়াডাঙ্গার সিভিল সার্জন ডাঃ এ এস এম মারুফ হাসান, উপজেলা চেয়ারম্যান আইয়ুব হোসেন, পৌর মেয়র হাসান কাদির গনু, উপজেলা নির্বাহী অফিসার রনি আলম নূর, উপজেলা পরিষদের ভাইস চেয়ারারম্যান অ্যাড. সালমুন আহমেদ ডন, মহিলা ভাইস চেয়ারম্যান কাজী মারজাহান নিতু, সহকারী কমিশনার ভ‚মি রেজুয়ানা নাহিদ।

স্বাগত বক্তব্য রাখেন জেলা তথ্য অফিসার আমিনুল ইসলাম। জেলা তথ্য অফিসের ঘোষক ফারুক হোসেনের উপস্থাপনায় উপস্থিত ছিলেন ইউপি চেয়ারম্যান নজরুল ইসলাম, আমিরুল ইসলাম মন্টু, আব্দুস সালাম বিপ্লব, মাসুদ পারভেজ, আবুল কালাম আজাদ, আলমডাঙ্গা মহিলা ডিগ্রী কলেজের অধ্যক্ষ আশুরা খাতুন পাতা, পাইলট বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক মনিরুজ্জামান, উপজেলা ক্রীড়া সংস্থার সাধারন সম্পাদক খন্দকার জেহাদী জুলফিকার টুটুল, কাজী মাওলানা ওমর ফারুক প্রমুখ।

সর্বশেষ খবর
menu-circlecross-circle linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram