আলমডাঙ্গায় ৫০ তম জাতীয় সমবায় দিবস ২০২১ উপলক্ষে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত

“বঙ্গবন্ধুর দর্শন, সমবায়ে উন্নয়ন” এ প্রতিপাদ্যে কে সামনে রেখে আলমডাঙ্গায় ৫০ তম জাতীয় সমবায় দিবস ২০২১ উপলক্ষে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। দিবসটি উপলক্ষে শনিবার সকাল সাড়ে ১০ টায় উপজেলা চত্তরে জাতীয় ও সমবায়ের পতাকা উত্তোলন শেষে বর্ণাঢ্য র্যালি শহর প্রদক্ষিন করে। পরে মুক্তিযোদ্ধা কমপ্লেক্সে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
আলোচনা সভায় উপজেলা নির্বাহী অফিসার রনি আলম নূরের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান আইয়ুব হোসেন। স্বাগত বক্তব্য রাখেন সমবায় কর্মকর্তা মমতা বানু। বিশেষ অতিথি ছিলেন আলমডাঙ্গা পৌর মেয়র হাসান কাদির গনু, আলমডাঙ্গা থানার পুলিশ পরির্দশক তদন্ত তুহিনুজ্জামান, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান অ্যাড. সালমুন আহমেদ ডন, মহিলা ভাইস চেয়ারম্যান কাজী মারজাহান নিতু, উপজেলা সহকারি কমিশনার ভ‚মি রেজুয়ানা নাহিদ, বীর মুক্তিযোদ্ধা আলহাজ¦ শেখ নুর মোহাম্মদ জকু।
সাংস্কৃতিক ব্যক্তিত্ব শামীম রেজার উপস্থাপনায় উপস্থিত ছিলেন কেন্দ্রীয় তন্দবায় সমবায় শিল্প সমিতির সভাপতি হাজী গোলাম রহমান সিঞ্জুল, সম্পাদক আবু মুসা, বিআরডিবি চেয়ারম্যান মাওলানা রবিউল হক, উপজেলা ইউসিসিএর সভাপতি মুকছার আলী, উপজেলা শিক্ষক কর্মচারী সমবায় লিমিটেডের সভাপতি বিপ্লব হোসেন, উপজেলা সমবায় অধিদপ্তরের সহকারী পরিদর্শক আবু হাসেম, বুলবুল আহমেদসহ বিভিন্ন সমবায় সমিতির প্রতিনিধিবৃন্দ।