২০শে এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ, ৭ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ

কালিদাসপুর ইউনিয়নের নৌকা প্রতিকের চেয়ারম্যান প্রার্থী জয়নাল আবেদীনের নির্বাচনী সভা

প্রতিনিধি :
শরিফুল ইসলাম রোকন
আপডেট :
নভেম্বর ৬, ২০২১
131
বার খবরটি পড়া হয়েছে
শেয়ার :
| ছবি : 


আলমডাঙ্গার কালিদাসপুর ইউনিয়নের নৌকা প্রতিকের চেয়ারম্যান প্রার্থী জয়নাল আবেদীনের নির্বাচনী সভা অনুষ্ঠিত হয়েছে। ৬ নভেম্বর শনিবার সন্ধ্যায় কালিদাসপুর ইউনিয়নের আসাননগর ১ নং ওয়ার্ড আওয়ামীলীগের আয়োজনে নির্বাচনী সভা অনুষ্ঠিত হয়।

পথ সভায় ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি সমসের আলীর সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি ও ইউনিয়ন পরিষদ নির্বাচনে নৌকা প্রতিকের চেয়ারম্যান প্রার্থী জয়নাল আবেদীন।

এসময় তিনি বলেন বর্তমান সরকার উন্নয়নের মডেল সরকার। এ সরকারের কষ্টার্জিত সুফল তৃণমূলে পৌঁছাতে সৎ ও প্রতিশ্রæতিশীল জনপ্রতিনিধি প্রয়োজন। এই অবহেলিত জনপদের উন্নয়ন করতে আমি বদ্ধ পরিকর। দীর্ঘদিন ধরে আমি আপনাদের সাথে কাধে কাধ মিলিয়ে দলের জন্য কাজ করে এসেছি। বঙ্গবন্ধুর স্বপ্ন বাস্তবায়নে আত্মনিয়োগ করেছি। আমাদের সে পরিশ্রম যেন ব্যর্থ না হয়, বঙ্গবন্ধুর স্বপ্ন যেন ব্যর্থ না হয়, সেদিকে সজাগ দৃষ্টি রাখতে হবে।

ইউনিয়ন আওয়ামীলীগের সাধারন সম্পাদক মোল্লা কামরুজ্জামান শামীমের উপস্থাপনায় উপস্থিত ছিলেন ওয়ার্ড আওয়ামীলীগের সাধারন সম্পাদক মিলন হোসেন, আওয়ামীলীগ নেতা ওল্টু, লাল্টু, মহাবুল, লাল, আব্দুল্লাহ, শহিদুল, মসলেম, রবিউল হক, হাফেজ, মিনাজ, ভুলু,আকার, আইজদ্দিন, মইনদ্দিন, আরজান, সেলিম, মুতাইল, ওসমান, ইউনিয়ন ছাত্রলীগ সভাপতি নাজিম উদ্দিন প্রমুখ।

সর্বশেষ খবর
menu-circlecross-circle linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram