২৩শে এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ, ১০ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ

তেলের দাম ১৫ টাকা বৃদ্ধিতে ঝিনাইদহসহ সব রুটে যান চলাচল বন্ধ ঘোষণা

প্রতিনিধি :
শরিফুল ইসলাম রোকন
আপডেট :
নভেম্বর ৫, ২০২১
179
বার খবরটি পড়া হয়েছে
শেয়ার :
| ছবি : 



স্টাফ রিপোর্টার, ঝিনাইদহ- জ্বালানী তেলের দাম বৃদ্ধির প্রতিবাদে শুক্রবার সকাল থেকে ঝিনাইদহসহ সব রুটে যান চলাচল বন্ধ ঘোষণা করেছে বাস-মিনিবাস ও মটর শ্রমিক ইউনিয়ন। বৃহস্পতিবার দুপুরে বাস-মিনিবাস শ্রমিক ইউনিয়নের নেতৃবৃন্দ এ তথ্য নিশ্চিত করেন।

একবারে তেলের দাম ১৫ টাকা বৃদ্ধি দেশের ইতিহাসে কখনো হয়নি। ব্যবসায়ী সিন্ডিকেটের কারণে এটা হয়েছে। তেলের মূল্য বৃদ্ধির প্রতিবাদে শুক্রবার থেকে কেন্দ্রীয় সিদ্ধান্ত মোতাবেক অনির্দিষ্ট কালের ধর্মঘট চলবে। এদিকে জ্বালানী তেলেরে দাম বৃদ্ধির ফলে বাস, থ্রি- হুইলারসহ যাত্রীবাহী যানবাহনের ভাড়া ৫-১৫ টাকা বাড়ানো হয়েছে।

এ নিয়ে যাত্রীদের মাঝে ক্ষোভ ও অসন্তোষ বিরাজ করছে। এর আগে বুধবার রাতে ডিজেল ও কেরোসিনের মূল্য লিটার প্রতি ১৫ টাকা বাড়িয়ে ৮০ টাকায় নির্ধারণ করে বিদ্যুৎ, জ¦ালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়।

সর্বশেষ খবর
menu-circlecross-circle linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram